বিক্রম ব্যানার্জী: আরজি কর কাণ্ডের রেশ এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি ভারতবাসী। এহেন আবহে বিভিন্ন সংবাদ মাধ্যমের স্রোতে গা ভাসিয়ে উঠে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতের নানান প্রান্তের ধর্ষণের ঘটনা। সম্প্রতি সেই ঘটনাগুলিতে নতুন মাত্রা যোগ করেছে উত্তরপ্রদেশের কানপুরের এক হাসপাতালের মর্মান্তিক কান্ড। ভিন রাজ্যের সেই হাসপাতালে একজন নার্সকে জোরপূর্বক ধর্ষণের(Rape)অভিযোগ উঠেছে হাসপাতালের ডিরেক্টরের বিরুদ্ধে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভাল খেলেত না পারলে টেস্ট থেকে বিদায় নেবেন রোহিত!
সূত্রের খবর, 22 বছর বয়সী ওই তরুণী সদ্য কাজে যোগ দিয়েছিলেন। তবে 2 মাসের মধ্যেই যে তাকে যৌন হিংসার শিকার হতে হবে একথা কল্পনাতেও আসেনি। অভিযোগ, রবিবার রাতে হাসপাতালের মধ্যে তরুণীকে আটকে রেখে নির্যাতন চালায় নাম প্রকাশে অনিচ্ছুক ডিরেক্টর। এরপরই ওই নার্সকে ধর্ষণ করেন তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই থানায় অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হাসপাতালে ডিরেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কল্যাণপুরের সহকারী পুলিশ কমিশনার অভিষেক পান্ডে বলেন, রবিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এক নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমন্ত্রিত ছিলেন নির্যাতিতা। জানা যায়, রাতের খাবার সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ে হাসপাতালের ডিরেক্টর তরুণীকে বিশেষ কাজের জন্য তার কক্ষে ডেকে পাঠান। স্যারের কথামতো সেখানে গেলে দরজা বন্ধ করে তরুণীকে জোরপূর্বক কাছে টেনে যৌন নির্যাতন করেন ওই ব্যক্তি। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। এমনকি গোটা ঘটনা যাতে পাঁচ কান না হয় তার জন্য মহিলাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বলা বাহুল্য, শারীরিক পরীক্ষার পর ধর্ষিতার গোপন জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ।