Congress MP: কংগ্রেস নেতার আসন থেকে উদ্ধার নোটের বান্ডিল, তদন্তের নির্দেশ ধনখড়ের

Published On:

বিক্রম ব্যানার্জী: জাতীয় কংগ্রেসের সদস্য(Congress MP) অভিষেক মনু সিংভির আসন থেকে 500 টাকার বান্ডিল উদ্ধার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্য সভায় কংগ্রেস নেতার(Congress MP) আসনে নোটের বান্ডিল উদ্ধারকে কেন্দ্র করে কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

শুক্রবার ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সভা মুলতবি হয়ে গেলে নিয়ম মেনে তল্লাশির কাজ শুরু হয়। ওই সময় একটি নোটের বান্ডিল পাওয়া যায়। যে আসন থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছিল সেটি তেলেঙ্গানায় নির্বাচিত কংগ্রেস সদস্য অভিষেক মনু সিংভির। গোটা বিষয়টি ধনখড়কে জানানো হলে তদন্তের নির্দেশ দেন তিনি।

অন্যদিকে আসনে কীভাবে নোটের বান্ডিল এলো সেই বিষয়ে কিছুই জানেন না কংগ্রেস সদস্য অভিষেক। নোটের বান্ডিল কোথা থেকে এসেছে বা কেউ কংগ্রেস নেতার আসনে টাকার বান্ডিলটি রেখে দিয়ে গেছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এই বিষয়ে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে কাঠগড়া এনে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, তখন চেয়ারম্যান কেন সদস্যের নাম নিলেন? এই ঘটনা অত্যন্ত আপত্তিকর। পর্যাপ্ত প্রমাণ না পেয়ে কোনও সদস্যের নাম নেওয়া উচিত নয়।

যদিও এই প্রসঙ্গে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, রাজ্যসভার চেয়ারম্যান কোনও অন্যায় কাজ করেননি। তিনি যা করেছেন তা প্রটোকল মেনেই। প্রায় একই সুরে বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, এই ঘটনায় রাজ্যসভার মর্যাদা ক্ষুন্ন হয়েছে। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সদস্যের আসন থেকে পাওয়া নোটের বান্ডিল প্রসঙ্গে একজোট হয়েছে বিজেপি। একইভাবে কংগ্রেসের তরফেও স্বচ্ছতার স্বার্থে তদন্তের আবেদন করা হয়েছে।

টাকার বান্ডিল উদ্ধার প্রসঙ্গে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির বক্তব্য, গতকাল তিনি সভায় ঢোকার 3 মিনিটের মধ্যেই সভা মুলতবি হয়ে যায়। তার কাছে সেদিন মাত্র 500 টাকা ছিল। সভা মুলতবির পর তিনি সোজা সংসদের ক্যান্টিনে চলে যান। বেলা দেড়টা পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর সংসদ থেকে বেরিয়ে আসেন কংগ্রেস নেতা। বলেন, রাজ্যসভায় ছিলাম মাত্র 3 মিনিট, সংসদ ভবনে ছিলাম 33 মিনিট মতো। এখন মনে হচ্ছে সংসদ সদস্যদের প্রত্যেকের নির্দিষ্ট আসনে তালা দেওয়া দরকার।

তালা লাগিয়ে চাবি নিয়ে বাড়ি চলে আসা উচিত। না হলে যে কেউ যেকোনও আসনে যা খুশি রেখে দিতে পারে। মনু সিংভি আরও বলেন, জীবনে প্রথমবার এই ঘটনা শুনলাম। যা নিয়ে অত্যন্ত নোংরা রাজনীতি হচ্ছে। কে বা কারা আমার আসনের নিচে টাকা রেখেছে তা নিয়ে তদন্ত প্রয়োজন। বলা বাহুল্য, কংগ্রেস সদস্যের আসন থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে তা নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তবে সূত্র বলছে, 500 টাকার 100টি নোট অর্থাৎ 50 হাজার টাকা উদ্ধার হয়েছে অভিষেক মনু সিংভির আসন থেকে।

আরও পড়ুন: বড় খবর! পঞ্চগড় বর্ডারে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি, ক্ষোভে ফুঁসছে ওপার বাংলার সেনারা