বিক্রম ব্যানার্জী: মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী আরজুমান্দ বানু বেগম ওরফে মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে উত্তরপ্রদেশের আগ্রায় অপূর্ব স্মৃতি সৌধ নির্মাণ করেন। বর্তমানে বিশ্ববাসীর কাছে যা তাজমহল(Taj Mahal) নামে পরিচিত। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজমহলের(Taj Mahal) সাথে জড়িয়ে রয়েছে শাহজাহানের অজস্র স্মৃতি। এবার সেই স্মৃতি বিজরিত জনপ্রিয় নিদর্শনটিকে(Taj Mahal) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি(Bomb Threats) দেওয়া হলো। সূত্রের খবর, উত্তর প্রদেশ পর্যটন দফতরের ই-মেইলে অপরিচিত মেইল আইডি থেকে এই হুমকি(Bomb Threats) দিয়েছে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
তাজমহলে বোমা মারার হুমকি পেতেই তৎপর হয়েছে প্রশাসন। গোটা তাজমহল চত্বর কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। বোমাতঙ্কের জেরে ইতিমধ্যেই তাজমহলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের সদস্যে দল। পুলিশ সূত্রে খবর, তাজমহলের প্রতিটি কোণে খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালিয়েছে বোম স্কোয়াড। তবে বিপজ্জনক কিছুই পাওয়া যায়নি। শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই হুমকি মিশ্রিত মেইল পাঠানো হয়েছিল বলেই ধারণা করছেন তারা।
পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, উত্তর প্রদেশ পর্যটন দফতরের অফিসিয়াল ই-মেইল আইডিতে মেইল করে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এরপরই তৎপর হয় প্রশাসন। হুমকির চিঠি পেতেই তাজমহল চত্বর ঘিরে ফেলে পুলিশ। এই সময়ে পর্যটকদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ডাকা হয় বোম স্কোয়াডকে। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ পর্যটন দফতরের এক উচ্চ পদস্থ আধিকার বলেন, ই-মেইলে হুমকি পাওয়া মাত্রই সেটি আগ্রা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছিল।
আরও পড়ুন: কিংবদন্তি অজি তারকার গ্রিন ক্যাপের দাম প্রায় 2 কোটি টাকা!