বিক্রম ব্যানার্জী: ত্রিপুরার আগরতলা(Agartala) স্টেশন থেকে গ্রেফতার 6 অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, চোরাপথে সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তারা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার তাদের আটক করে ত্রিপুরা পুলিশ।
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন বেশ কয়েকজন বাংলাদেশি, গোপন সূত্র মারফত এই খবর পেয়ে তড়িঘড়ি আগরতলা রেলওয়ে স্টেশনে হানা দেয় পুলিশের একটি দল। দীর্ঘক্ষণ খোঁজ চালানোর পর অবশেষে আগরতলা স্টেশন প্লাটফর্ম থেকে 6 জন বাংলাদেশীকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র বলছে, পুলিশের হাতে যে 6 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই ওপার বাংলার কক্সবাজারের বাসিন্দা। আটককৃতদের নাম ও তথ্য প্রকাশ করেছে পুলিশ। জানা গিয়েছে, আগরতলা স্টেশনে ধৃতদের মধ্যে রয়েছেন 55 বছর বয়সী দেবানন্দ দাস, 49 বছর বয়সী শেফালী দাস, 19 বছরের গোলাপি দাস, 18-র যশমি বালা দাস, 26 বছর বয়সী রুবেল দাসসহ রানী দাস নামক 22 বছর বয়সের এক মহিলা।
অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারি প্রসঙ্গে আগরতলা রেলওয়ে থানার ওসি জানান, দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন ধৃতরা স্বীকার করেছেন যে, তারা প্রত্যেকেই সীমান্ত পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেছিলেন। মূলত কলকাতায় কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্যই আগরতলায় ট্রেনের অপেক্ষা করছিলেন তারা।
আরও পড়ুন: পান্ডিয়াদের নাস্তানাবুদ করে হাই ভোল্টেজ ম্যাচ পকেটে পুরলো বাংলার ছেলেরা