Uttarakhand accident: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে, মৃতের সংখ্যা 20 ছড়িয়েছে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ড(Uttarakhand)। সোমবার সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনগামী যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার জেরে প্রায় 20 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। একই সাথে বাসে থাকা 35 জন যাত্রীর মধ্যে বাকি 15 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকালে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে দ্রুত গতিতে ছুটে আসা যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটন স্থলে উপস্থিত স্থানীয়দের সহায়তায় কোনওমতে প্রাণে রক্ষা পেয়েছেন কয়েকজন যাত্রী। এক সংবাদ সংস্থার তরফে জানানো হয়, দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20 জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে।

সংখ্যাটা 25 ছাড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও আলমোড়া জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, বাস দুর্ঘটনায় সকাল থেকে এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা যে বাড়বে তার একটা আভাস পাওয়া গিয়েছে উদ্ধারকারী বাহিনীর তরফে।

আরও পড়ুন: পিডিপি সদস্যের মন্তব্য ঘিরে ধুন্দুমার পরিস্থিতি জম্মু ও কাশ্মীর বিধানসভায়!

প্রসঙ্গত, জেলাশাসক অলোক কুমার পান্ডে জানান, বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন। রামনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে 200 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। অন্যদিকে ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে শোক প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। প্রশাসনকে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক।