Union Budget 2025: দাম কমবে মোবাইলের? বৃদ্ধি পাচ্ছে কোন জিনিসের দাম? বাজেটের খতিয়ান একনজরে

Published On:

Union Budget 2025: শনিবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। ঘোষণা মতোই এইবারের পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2025) মধ্যবিত্তদের দেওয়া হয়েছে স্বস্তি। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। সেই সঙ্গে মোবাইল, ইলেকক্ট্রিক গাড়ির ব্যাটারি, জীবনদায়ী ঔষধ সহ একাধিক জিনিসের দাম কমতে পারে (Mobile Price) বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য প্রয়োজনীয় ২৮টি অতিরিক্ত পণ্যকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। শুল্ক ছাড় দেওয়া হয়েছে লিথিয়াম ব্যাটারিতেও। এর ফলে মোবাইল ফোন ও বিদ্যুৎচালিত গাড়ির দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। শুল্ক ছাড় দেওয়া হয়েছে ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে। সেই সঙ্গে ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় খরচ এর ফলে কিছুটা হ্রাস পেতে পারে। শুল্ক ছাড় দেওয়া হচ্ছে ভেজা নীল চামড়ায়। ফলে দাম কমতে পারে চামড়ার তৈরি জিনিসের। এলসিডি ও এলইডি টিভির সেলের দামও কমতে পারে। তবে আইএফপি ডিসপ্লের উপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ফলে বাড়তে পারে স্মার্ট টিভির দাম।

বাজেটে মধ্যবিত্ত ও বয়স্ক নাগরিকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছাড়ের পাশাপাশি ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছে বাজেটে। দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যৌথ ভাবে দেশের শীর্ষ ৫০টি পর্যটনস্থলের উন্নয়ন সাধনের ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী।