Horoscope: আজকের রাশিফল ৫/৫/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৫ই মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : নিজের অহংকারকে দমন করুন। কোনও বড় সুযোগ আসতে পারে। তবে সব দিক বিবেচনা করে সেই প্রকল্পে সামিল হোন। সন্তানের অসুস্থতাকে অবহেলা করবেন না। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : দিনটা আপনার ভালই যাবে। টুকটাক যা ঝামেলা তা মিটে যাবে সঙ্গে সঙ্গেই। কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। তবে জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না। এতে ভবিষ্যতে আপনারই ভাল হবে।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : আপনার বেহিসেবি জীবনযাপন পরিবারের সকলকে চিন্তিত করে তুলতে পারে। এই নিয়ে পরিবারে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুর থেকে সহায়তা পাবেন। নতুন উপার্জনের পথ বের করুন। দামি জিনিস চুরি হতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : দু’দিক মেলাতেই পারছেন না। আজ ব্যবসায় শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ বাহিরে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ কাজের চাপ কম থাকবে। তাই কিছুটা অবসর সময় থাকবে। হঠাৎ করে অনেক টাকা পেতে পারেন। কিন্তু অতিরিক্ত খরচের ব্যাপারে সাবধান হোন। সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে কোথাও যাওয়া হতে পারে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শরীরে কোনও কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি। কর্মস্থানে কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। ভাল চাকরির সুযোগ কাজে লাগান। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।

তুলা/ Libra রাশিফল Rashifal : স্বাস্থ্যের উন্নতি হবে আজ। সঞ্চিত টাকা সাবধানে রাখুন। সন্তানের জন্য সম্মানিত হতে পারেন কোনও সামাজিক অনুষ্ঠানে। কর্মক্ষেত্রে আজ মনের মতো কাজ পাবেন। অফিসের কাজ মিটিয়ে নিজের পছন্দের কিছু করতে সময় পাবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। ব্যবসার দিকে অশান্তি একটু এড়িয়ে চলুন। দূরের কোনও আত্মীয়ের খবর আসবে।চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ ইচ্ছাশক্তির অভাব আপনাকে মানসিক ভাবে দুর্বল রাখতে পারে। কাউকে ঋণ দিতে হলে সব দিক বিবেচনা করুন। সন্ধ্যা কাটবে বন্ধুদের সাথে। নিজের জীবনসঙ্গীকে আজ আলাদা করে সময় দেওয়ার চেষ্টা করুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। প্রেমের ব্যপারে মান বৃদ্ধি। নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় ভাল বুদ্ধির জন্য আয়। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : নিজের প্রতি বিশ্বাস রাখুন। অন্যদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। আজ আপনি সকলের নজর আকর্ষণ করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজ একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। পুরনো রোগের জন্য কষ্ট পেতে পারেন। ভুল কথার জন্য গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝামেলা বাঁধতে পারে. তবে শনির কৃপায় তা মিটেও যাবে খুব তাড়াতাড়ি।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।