Stock Market Down: ফের শেয়ার বাজারে পতন, মাথায় হাত লগ্নিকারীদের, উধাও লক্ষ লক্ষ কোটি টাকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Stock Market Down: ফের ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) বড়সড় পতন! একদিনেই বাজার থেকে উধাও হল লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ। ৯৪১.৮৮ পয়েন্ট কমেছে বিএসইর সূচক সেনসেক্স (Sensex Down)। অন্যদিকে প্রায় ৩০০ পয়েন্ট পড়লো এনএসই সূচক নিফটি (NIFTY Down)। অক্টোবর মাসের পর ফের বড়সড় পতন পরিলক্ষিত হল ভারতের বাজারে (Stock Market)। নভেম্বরের শুরুতেই লোকসানের (Stock Market Down) মুখোমুখি বিনিয়োগকারীরা।

ছুটির কাটিয়ে সোমবার সকালে খুলেছিল ভারতের শেয়ার মার্কেট। কিন্তু খোলার পর থেকেই বড়সড় পতন। হু হু করে নামল সেনসেক্স ও নিফটির সূচক। সোমবার, ৪ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলার সময়ে ৭৯,৭১৩.১৪ পয়েন্টে ছিল সেনসেক্স। কিন্তু দিনের শেষে তা ৯৪১.৮৮ পয়েন্ট কমে ৭৮,৭৮২.২৪ পয়েন্টে নেমে দাঁড়ায়। পতন ১.১৮ শতাংশ। অন্যদিকে ন্যাশনাল এক্সচেঞ্জের (এনএসসি) চিত্রও একই। বাজার খোলার সময় নিফটি ছিল ২৪,৩১৫.৭৫ পয়েন্ট। কিন্তু প্রায় ৩০০ পয়েন্টের বেশি নেমে তা দিনের শেষে নিফটি ২৩,৯৯৫.৩৫ পয়েন্টে থামে। পতন ১.২৭ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪২ লক্ষ কোটি টাকা। ফল বাজারে লগ্নিকারীদের লোকসান প্রায় ৬ লক্ষ কোটি টাকা।

শেয়ার বাজারের এইরূপ নিম্নমুখী আচরণ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। মঙ্গলবার, ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ রয়েছে। জনমত সমীক্ষায়, ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। মনে করা হচ্ছে, সেই অনিশ্চয়তার প্রভাব পড়েছে বাজারে। আবার অনেক বাজার বিশেষজ্ঞের মত, সাম্প্রতিক সংশোধন সত্ত্বেও ইন্ডিযান স্টক মার্কেটের ভ্যালুয়েশন এখনও অনেকটাই বেশি। পতন আসলে সেই বাজারের কারেকশনের ইঙ্গিত।

অন্যদিকে ইন্ডিয়া ইনকর্পোরেটেডের সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রত্যাশার চেয়ে খারাপ হয়েছে। তারও প্রভাব পড়ে থাকতে পারে বাজারে। সাম্প্রতিক সময়ে বৈদেশিক বিনিয়োগকারীদের ভারতীয় বাজার থেকে লগ্নি তুলে নিয়ে শেয়ার বিক্রি করতে দেখা গিয়েছে। তাই ভারতীয় বাজারের এই নিম্নমুখী প্রবনতা বলে অভিমত বাজার বিশেষজ্ঞদের একাংশের।

(বিঃ দ্রঃ- বাজারে বিনিয়োগ করা আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।)