আর বেশি দেরি নেই এবার জলের দরে কিনতে পারবেন জামাকাপড়। খুব তাড়াতাড়ি নতুন Application আনছে Reliance
Telicom থেকে Retail বের পর এক প্রায় সব ক্ষেত্রেই নিজেদের দাপট অব্যাহত রেখেছে Reliance Jio । সব থেকে সস্তার রিচার্জ প্ল্যান হোক বা Campa cola বারে বারে কম খরচে গ্রাহকদের কাছে পৌঁছে গেছে Reliance Jio। আর এবার এই তালিকায় সংযোজন হতে চলেছে জামাকাপড় অর্থাৎ Online shopping সাইটে নিজেদের প্রোডাক্ট সব থেকে সস্তার নিয়ে আসতে চলেছে Reliance Jio. আর এর জন্য Reliance গাঁটছড়া বাঁধতে চলেছে Shein নামক একটি চাইনিজ Application এর সঙ্গে।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার
তবে Shein আগেও ভারতে Business করেছে। কিন্তু চাইনিজ জিনিসপত্র বর্জন ও চাইনা বিরোধীতার কারনে তারা ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল। তবে এবার Reliance Jio এর হাত ধরে পাকাপোক্ত ভাবে মাঠে নামতে চলছে Shein. তবে ভারতে কবে থেকে তারা তাদের ব্যাবসায়িক কার্যক্রম শুরু করবে এ বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।