GST: ট্যাক্স নিয়ে নতুন সুখবর অর্থমন্ত্রীর, কী সুবিধার ঘোষণা?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বীকৃত বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্রগুলিকে অনুদান দেওয়ার সময় এক টাকাও জিএসটি (GST) দিতে হবে না। সম্প্রতি, জিএসটি কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জিএসটি কাউন্সিলের ৫৪ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন স্বাস্থ্য, খাদ্য ও প্রযুক্তির পাশাপাশি শিক্ষা খাতেও, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুনঃ বেঙ্গালুরুকে টেক্কা দিতে তৈরি ইস্টবেঙ্গল ?

সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে, জিএসটি কাউন্সিল ঘোষণা করেছে যে উচ্চ শিক্ষা এবং গবেষণা কেন্দ্রগুলির জন্য গবেষণা অনুদান এখন থেকে করমুক্ত হবে। কেন্দ্রীয় সরকারের রাখা প্রস্তাবে, সমস্ত রাজ্য সম্মত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গই প্রথম কেন্দ্রের এই পদক্ষেপে সঙ্গে একমত হয়েছিল।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন স্পষ্ট জানিয়েছেন যে একাডেমিক এবং গবেষণার উদ্দেশ্যে ব্যবহৃত টাকার উপর কোনও জিএসটি নেওয়া হবে না, তা সরকারি উৎস হোক বা ব্যক্তিগত, যাই হোক না কেন। কারণ অর্থমন্ত্রীর দাবি, গবেষণার জন্য টাকা খরচ করার সময়, তাতে অতিরিক্ত কর যদি না দিতে হয়, তাহলে অনুদানের অঙ্ক বাড়বে। এর দরুণ নতুন পেটেন্ট বা জলবায়ুর সঙ্গে মানানসই এমন বীজের খোঁজ পাওয়াও সম্ভব হবে। যা দেশেরই উন্নয়ন ডেকে আনবে, তাই এই খাতে জিএসটি দিতে হবে না।

শুধু তাই নয়, গবেষণা ও উন্নয়নে সহায়তা করার জন্য, কেন্দ্রীয় সরকার বাজেটেও গবেষণার জন্য অর্থ বরাদ্দ করেছে এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে।