Best Phones Under 15000: সেল দিচ্ছে Amazon ও Flipkart, ১৫ হাজারে সেরা ফোন কী কী?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Best Phones Under 15000 সেল দিচ্ছে AmazonFilipkart। একদিকে চলছে Great Indian Festival Sale, অন্যদিকে Big Billion Day (BBD) Sale। আমরা অনেকেই এই সময়টির জন্য অপেক্ষা করে থাকি। কারণ নতুন ফোন কেনার জন্য এটিই হল আদর্শ সময়। স্বাভাবিক ভাবেই দুই প্ল্যাটফর্মই অফার দিচ্ছে বিভিন্ন প্রাইস রেঞ্জের একাধিক ফোনে। ১০ হাজার থেকে ১ লাখ টাকা, বিভিন্ন দামের ফোন রয়েছে সেই তালিকায়। কিন্তু আপনি যদি এই সেলের বাজারে ১৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন কিনতে চান, তাহলে আমাদের তরফে রইলো সেরা কয়েকটি ফোনের হদিস।

ফোন কেনার আগে আপনার পকেটের অবস্থা যেমন আপনাকে বুঝে নিতে হবে, তেমনই আপনার খতিয়ে দেখা প্রয়োজন আপনি কী ধরণের ফোন চাইছেন। সেটি নির্ভর করছে আপনার পছন্দ ও ফোনটি আপনি কী কী কাজে ব্যবহার করতে পছন্দ করেন তার উপর।


১. IQOO Z9X: ফোনে গেমস খেলা যদি আপনার অন্যতম প্রধান উদ্দেশ্য হয়, তাহলে ব্যাটারি ও পারফরমেন্সের বিচারে আপনার প্রথম পছন্দ হতে পারে IQOO Z9এক্স।
6.72 ইঞ্চির LCD স্ক্রিন,
র‍্যাম- 4 GB
প্রসেসর- Qualcomm Snapdragon 6 Gen 1
পিছনের ক্যামেরা- 50 MP + 2 MP
সামনের ক্যামেরা- 8 MP
সঙ্গে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
দাম- Amazon এ ডিসকাইন্টে পাবেন ১২ হাজার টাকায়।

২. POCO M6 Plus: তালিকার দ্বিতীয় ফোন এটি। ফাস্ট চার্জিং, ভালো পারফরম্যান্স যদি আপনার লক্ষ্য হয় তাহলে এটি আপনার পছন্দ হতে পারে।
র‍্যাম- 6 GB
প্রসেসর- Qualcomm Snapdragon 4 Gen 2 Accelerated Edition
পিছনের ক্যামেরা- 108 MP + 2 MP
সামনের ক্যামেরা- 13 MP
ব্যাটারি- 5030 mAh
স্ক্রিন- 6.79 ইঞ্চি রিং LED
Flipkart এ BBD সেলে ব্যাঙ্ক অফারে পাবেন ১১ হাজার টাকায়।

৩. CMF Phone 1: আপনার পছন্দ যদি হয়ে থাকে দারুন ডিসপ্লে, ভালো ব্যাটারি, ক্লিন ওএস, হাবিজাবি অ্যাপ না থাকা পরিষ্কার একটি ফোন তাহলে এই ফোনটি দেখতে পারেন। সঙ্গে পাবেন অসাধারণ লুকও। লাগানো যাবে অ্যাকসেসরিজ। যদিও ভারি গেমিং-এর জন্য ফোনটি না কেনাই ভালো।
র‍্যাম- 6 GB
প্রসেসর- MediaTek Dimensity 7300
পিছনের ক্যামেরা- 50 MP + 2 MP
সামনের ক্যামেরা- 16 MP
ব্যাটারি- 5000 mAh
স্ক্রিন- 6.67 ইঞ্চি সুপার অ্যামুলেড
Flipkart BBD সেলে ফোনটি পাবেন ১২৯৯৯ টাকায়।

৪. VIVO T3x: ভালো পারফরম্যান্স, দারুণ ডিসপ্লে এবং অসাধারণ ব্যাটারির জন্য বেছে নিতে পারেন VIVO T3X ফোনটি। সঙ্গে পাবেন 44W ফাস্ট চার্জের
সুবিধা।
র‍্যাম- 4 GB
প্রসেসর- Qualcomm Snapdragon 6 Gen 1
পিছনের ক্যামেরা- 50 MP + 2 MP
সেলফি ক্যামেরা- 8 MP
ব্যাটারি- 6000 mAh
স্ক্রিন- 6.72 ইঞ্চির LCD
Flipkart BBD সেলের ব্যাঙ্ক অফারে ১১ হাজার ২৪৯ টাকায় পেয়ে যাবেন ফোনটি।

৫. Moto G34 to: আমাদের অনেকের ভালো পারফরম্যান্সের সাথে ভালো ব্রান্ডও পছন্দ। সেক্ষেত্রে MOTO G34 আপনার জন্য ভালো পছন্দ হতে পারে। ভালো পারফরম্যান্স, সঙ্গে দারুণ ক্যামেরা ও ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন লুক। পিছনের ভিগান লেদার আপনাকে প্রিমিয়াম উপলব্ধি দেবে। গেম ভালো খেলা গেলেও শুধুমাত্র গেমিং-এর জন্য ফোনটি পছন্দ না করাই ভালো।
র‍্যাম- 4 GB
প্রসেসর- Qualcomm Snapdragon 695
পিছনের ক্যামেরা- 50 MP + 2 MP
সেলফি ক্যামেরা- 16 MP
ব্যাটারি- 5000 mAh
স্ক্রিন- 6.5 ইঞ্চির IPS LCD
Flipkart এর BBD সেলে ব্যাঙ্ক ডিসকাউন্টে এখন ১১ হাজার টাকায় পেয়ে যাবেন ফোনটি।

6.realme Narzo 70 Turbo: ১৫ হাজার টাকার সেগমেন্টে শো স্টপার বলা যেতে পারে realme Narzo 70 Turbo কে। একদম নতুন ফোন। ১৬ সেপ্টেম্বর এসেছে ভারতের বাজারে। দাম কিঞ্চিৎ বেশি, কিন্তু এখন সেলে পেয়ে যাবেন ১৫ হাজারের আশেপাশে। ফোনটিকে এক কথায় অলরাউন্ডার বলা যেতে পারে। ভালো গেমিং, অসাধারণ পারফরম্যান্স, ভালো ব্যাটারি, ভালো ক্যামেরা সব কিছুই পাবেন ফোনটিতে।
র‍্যাম- 6 GB
প্রসেসর- MediaTek Dimensity 7300 Energy
পিছনের ক্যামেরা- 50 MP + 2MP
সেলফি ক্যামেরা- 16 MP
ব্যাটারি- 5000 mAh সঙ্গে 45W Ultra Charging
ডিসপ্লে- 6.67 ইঞ্চির OLED
এই ফোনটির আসল দাম যদিও ২০ হাজারের আশেপাশে, কিন্তু Amazon সেলে এখন কুপন অফারে মাত্র ১৫ হাজার টাকার পেয়ে যাবেন ফোনটি।