Bajaj Ethanol Bike: আমেরিকা, জাপান, জার্মান, চিনকে টেক্কা দিয়ে বাইক বাজারে CNG বাইক চালাচ্ছে বাজাজ অটো। বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করে টু- হুইলার শিল্পে বিপ্লব ঘটিয়েছে কোম্পানিটি। আগামী দিনে আরও অনেক সিএনজি মডেল লঞ্চ করা হবে বলে খবর। বাজাজ Freedom 125 গ্রাহকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছে। এমন পরিস্থিতিতে এবার ইথানল চালিত প্রথম মোটরসাইকেলও বাজারে আনতে চলেছে সংস্থাটি। খবর অনুযায়ী, কোম্পানি এই মোটরসাইকেলটি আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে লঞ্চ করতে পারে।
কেমন হবে বাজাজের নতুন ইথানল চালিত বাইক?
বর্তমানে বাজাজের এই ইথানল মোটরসাইকেল সম্পর্কিত বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে, শিল্প বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে টু- হুইলার কোম্পানিটি ইথানল জ্বালানীতে কাজ করার জন্য তার লাইনআপ থেকে শুধুমাত্র বিদ্যমান মডেলগুলিকেই প্রস্তুত করবে। এতে নতুন বাইক তৈরির খরচ বাঁচবে। প্রথম বাজাজ ইথানল বাইক হতে পারে পালসার মডেলের। পালসার নামটিপ গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এমতাবস্থায় এর প্রচার সহজেই করা যাবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে।
আপাতত, দেশে ইথানলে চালিত মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। এখনও পর্যন্ত, TVS Motor-এর Apache RTR 200 4V E100 ছাড়া, কোনও টু-হুইলার প্রস্তুতকারক একটি E100 বাইক লঞ্চ করেনি। E100 ইথানল বাইক 100% ইথানল জ্বালানীতে চলে। এই ধরনের গাড়ি 15 থেকে 20 kmpl মাইলেজ দিতে পারে।তবে, পেট্রোলের তুলনায় ইথানলের ক্ষয়কারী প্রকৃতির কারণে ইঞ্জিনের কিছু প্লাস্টিক এবং রাবার অংশ সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হতে পারে। তাই কোম্পানিগুলো এই সমস্যা সমাধানের প্রয়াসে নতুন প্রযুক্তি তৈরিতে ব্যস্ত। আর অন্যান্য কোম্পানির এই ব্যস্ততার সুযোগ নিয়েই ধামাকা করবে বাজাজ।
পেট্রোলের তুলনায় ইথানলের দাম অর্ধেকেরও কম
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছিলেন যে ইথানলের দাম প্রতি লিটার মাত্র 60 টাকা। তাই পেট্রোলের তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী। কারণ পেট্রোল বর্তমানে প্রতি লিটারে প্রায় 120 টাকায় বিক্রি হয়। এই মুহূর্তে গড়করি ক্রমাগত বিকল্প জ্বালানি এবং সবুজ শক্তিতে চলমান যানবাহনের প্রচার করছেন। গত বছর টয়োটার ফ্লেক্স-ফুয়েল পাইলট প্রকল্পের ফ্ল্যাগ অফ করেছিলেন। কোম্পানির টয়োটা করোলা হাইব্রিড চালু করার পরে হাইড্রোজেন চালিত গাড়ি টয়োটা মিরাইও চালু করেন কেন্দ্রীয় এই মন্ত্রী।