Kurmi: ভোটে শোচনীয় হার কেন? পর্যালোচনা বৈঠকে নেগাচারী কুড়মিরা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার~ সংসদীয় ভোটের লড়াইয়ে পরাজয় হলেও জাতিসত্তার দাবিতে গ্রামে গ্রামে জনমত সংগঠিত করা হবে। রবিবার আদিবাসী নেগাচারী কুড়মি (kurmi) সমাজের এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল।

বৈঠকে প্রশ্ন ওঠে সমাজের কর্মসূচিতে ব্যাপক জনসমর্থন পাওয়া যায়, কিন্তু নির্বাচনে সম্মানজনক ভোট পাওয়া গেল না কেন! এদিন ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় আয়োজিত ওই বৈঠকে ছিলেন সংগঠনের মহামোড়ল অনুপ মাহাতো, মুখ্য উপদেষ্টা স্বপন মাহাতো সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ প্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর স্মৃতি সংরক্ষণে উদ্যোগী পুর-কাউন্সিলর অজিত মাহাতো

এবার আমাদের বোট আমাদের থাক স্লোগান তুলে নিজেদের ভোট সংগঠিত করতে নির্দল প্রার্থী দিয়েছিল আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ। কিন্তু নেগাচারীদের নির্দল প্রার্থী বরুণ মাহাতো শোচনীয়ভাবে পরাজিত হন। তাঁর জামানত পর্যন্ত জব্দ হয়।

নেগাচারী কুড়মি সমাজের মহামোড়ল অনুপ মাহাতো বলেন, ‘‘জাতিসত্তার দাবিকে সামনে রেখে ভোট ব্যাঙ্ক সংগঠিত করতে এবার নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল। কেন এমন ফলাফল সে বিষয়ে রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।’’

অনুপ জানান, জেলার প্রতিটি ব্লকে ও অঞ্চলে সম্মেলন করে কুড়মিদের মূল দাবি নিয়ে লড়াই করার জন্য কুড়মি ঐক্য মজবুত করা হবে। আগামী ৬ সেপ্টেম্বর পাঁচ হাজার মোটর বাইক নিয়ে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানান তিনি।