Vidyasagar University: প্রাণায়াম, যোগাসন সহ একাধিক বিষয়ে সার্টিফিকেট কোর্স (Certificate Course) করাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ভর্তিও শুরু হয়েছে। চলতি মাসেই শুরু সমস্ত কোর্সের ক্লাস।
কোর্সের বিষয়- ফুড প্রসেসিং অ্যান্ড হেলথ ড্রিঙ্কস, প্রাণায়াম অ্যান্ড যোগাসন ফর গুড হেলথ, কসমেটিক টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ল্যাবরেটরি টেকনিকস ইন হেলথ কেয়ার, অ্যাডভান্সড ম্যাপিং টেকনিকস অ্যান্ড ড্রোন টেকনোলজি ফর রিসোর্স ম্যানেজমেন্ট, কম্পিউটেশন ইউজ়িং ম্যাটল্যাব অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যান্ড ডকুমেন্টেশন ইউজ়িং ল্যাটেক্স, ডায়াবেটিস কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, ইট টেস্টি, লিভ হেলদি এবং সংস্কৃত গ্রামার অ্যান্ড কম্পোজ়িশন।
কোর্সের মেয়াদ– তিন মাসের সার্টিফিকেট কোর্স
কোর্স ফি- কোর্স অনুযায়ী ১০০০ টাকা থেকে সর্বাধিক ৫০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে পাঠরত বা উত্তীর্ণ
আবেদনের শেষ দিন- ১৫ জানুয়ারি
আবেদনের উপায়- আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদন জানাতে হবে। ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে আবেদনকারীদের ভর্তি নেওয়া হবে। বিস্তারিত জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।