চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Vidyasagar University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মেদিনীপুর (Midnapore)! প্রতিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) ও মেদিনীপুর কলেজে (Midnapore College)। হাতাহাতিতে জড়ালেন এসএফআই এবং টিএমসিপি-র সদস্য ও সমর্থকেরা। ঘটনায় আহত একাধিক। এসএফআই এর একজন কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ এনেছে বাম ছাত্র সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তাদের কর্মীদের মারধরের অভিযোগও আনা হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে। অন্য দিকে পাল্টা অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ি বিক্ষোভরত এক ছাত্রকে পিষে দিয়েছে। ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই। বনধের সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজ চত্ত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই। তাদের অভিযোগ, বিক্ষোভরত পড়ুয়াদের আক্রমণ করে মারধর করে টিএমসিপি-র সমর্থকরা।
ঘটনার প্রেক্ষিতে দুই ছাত্র সংগঠন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আহত বেশ কয়েকজন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনেও। অভিযোগ, পরীক্ষা দিতে আসা ও ক্লাস করতে আসা পড়ুয়াদের বাধা দেয় এসএফআই এর কর্মী সমর্থকেরা। সেখান থেকেই বচসার সূত্রপাত। একজন টিএমসিপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। টিএমসিপির বিরুদ্ধে পাল্টা মারধর, হেনস্থার অভিযোগ এনেছে এসএফআই। পুলিশের মদতে তাদের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছে এসএফআই।