Vidyasagar University: চ্যাটজিপিটি কোর্স বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, চলছে ভর্তি

Published On:

Vidyasagar University: চ্যাটজিপিটি (ChatGPT) নিয়ে কোর্স করাবে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি। চ্যাটজিপিটি ছাড়াও সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম সহ একাধিক বিষয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হবে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে কোর্সগুলি করানো হবে। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

কোর্সের নাম- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাটজিপিটি, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, আর্ট অ্যান্ড ক্রাফট এবং সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল।

সিট সংখ্যা-
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাটজিপিটি- ৪০টি
ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি- ৩০টি
আর্ট অ্যান্ড ক্রাফট- ৩০টি
সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল- ৪০টি

শিক্ষাগত যোগ্যতা-
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাটজিপিটি- স্নাতক,
ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক,
আর্ট অ্যান্ড ক্রাফট- মাধ্যমিক,
সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল- উচ্চমাধ্যমিক

কোর্স ফি-
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাটজিপিটি- ৫ হাজার টাকা,
ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি- ৫ হাজার টাকা,
আর্ট অ্যান্ড ক্রাফট- ৩ হাজার টাকা,
সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল – ১১ হাজার টাকা

আবেদনের উপায়- আবেদন পত্র পূরণের পর আবেদন ফি ২০০ টাকা ও কোর্স ফি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় পেমেন্টের পর পেমেন্ট রসিদ ও আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন পত্র ও রসিদের স্ক্যান কপি নির্দিষ্ট ই-মেল আইডি-তে পাঠাতে হবে।
“ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ” ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

আবেদনের শেষ দিন- ৪ ফেব্রুয়ারি, ২০২৫

বিস্তারিত জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন