স্বপ্নীল মজুমদার: জঙ্গলমহলে তৃণমূল ও বিজেপির জয়ের পথে অন্তরায় হল না কুড়মি (kurmi) কাঁটা। ঝাড়গ্রাম লোকসবা আসনে কুড়মি সামাজিক সংগঠনের দু’জন প্রার্থী থাকলেও বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ১ লক্ষ ৭৪ হাজারের বেশি ভোটে পরাজিত করে জয়ী হলেন তৃণমূলের কালীপদ সরেন। কালীপদবাবু পেয়েছেন ৭,৪৩,৪৭৮টি ভোট। প্রাপ্ত বোটের হার ৪৯.৮৭%।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তৃণমূলের বিপুল জয়, সাংগঠনিক দুর্বলতার কথা মানছে বিজেপি https://gnebangla.com/district/tmc-party-win-at-jhadgram-lok-sabha-2242/
অন্যদিকে, বিজেপি প্রার্থীর প্রাপ্তভোট ৫,৫৯,৪৩০ (৩৮.২%)। সেখানে কুড়মি সংগঠন দু’টির দু’জন প্রার্থীর প্রাপ্ত ভোট মাত্র ২.১২%। সিপিএম প্রার্থী সোনামণি টুডু পেয়েছেন ৫.১৯% ভোট। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবার ভিত্তিতে তৃণমূলকে উপুড়হস্ত ভোট দিয়েছেন সংসদীয় এলাকার ভোটাররা। যে কারণে এবার সাতটি বিধানসভায় লিড পেয়েছে তৃণমূল। তবে শহরের ১৮টি ওয়ার্ডের মধ্যে মাত্র ছ’টি ওয়ার্ডে তৃণমূলের লিড রয়েছে।
১১টি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। একটি ওয়ার্ডে বিজেপি ও তৃণমূলের প্রাপ্ত ভোট সমান সমান। নিজেদের জাতিসত্তার দাবিতে এবার ভোটে প্রার্থী দিয়েছিল কুড়মি সামাজিক সংগঠন। কিন্তু জঙ্গলমহলের আসনগুলিতে কার্যত ধুয়ে গিয়েছেন কুড়মি সংগঠনের প্রার্থীরা। পুরুলিয়া আসনেও আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী অজিতপ্রসাদ মাহাতোও গুরুত্বহীন হয়ে গিয়েছেন। ওই আসনে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো বিজয়ী হয়েছেন। মেদিনীপুর আসনেও আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী কমলেশ মাহাতো পাঁচ হাজার ভোটের গন্ডি পেরোতে পারেননি।