স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): ফের বাঘের(Tiger) পায়ের ছাপ পাওয়া গেল ঝাড়গ্রাম(Jhargram) জেলার বেলপাহাড়ি(Belpahari) ব্লকের বাঁশপাহাড়ি(Banspahari) অঞ্চলে। মঙ্গলবার সকালে বাঁশপাহাড়ির রামপুর(Rampur) ও ধরমপুর(Dharampur) গ্রামের আলু ক্ষেতে বৃষ্টিভেজা নরম মাটিতে বাঘের পায়ের একাধিক ছাপ(Tiger Footprint) দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে বন দফতরকে খবর দেন। বন দফতরের টিম এলাকায় তল্লাশি শুরু করেছে। তবে বাঘের খোঁজ মেলেনি। জানুয়ারি মাস থেকে বাঘটি ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও পুরুলিয়ার(Purulia) বান্দোয়ানের(Bandoyan) জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ডের(Jharkhand) পালামৌর জঙ্গল থেকে বাঘটি এলাকায় এসে হাজির হয়েছে। এর আগেও বাঘটির পায়ের ছাপ মিলেছিল বেলপাহাড়ির বগডুবা ও মনিয়াডির জঙ্গলে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানিয়েছেন, পায়ের ছাপের খবর পেয়ে বন দফতরের টিম এলাকায় তল্লাশি চালাচ্ছে।
বনমন্ত্রী বিরবাহা হাঁসদা(Birbaha Hansda) জানান, বাঘটি এর আগেও এলাকার জঙ্গল হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছিল। পায়ের ছাপের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বাঘটি ঝাড়খণ্ডের দিকে গিয়েছে।