স্বপ্নীল মজুমদার~ দশ বছর আগে গলায় শাড়ির ফাঁস গালিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছিলেন মা। একই ভাবে গলায় গামছার ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করলেন ছেলে। মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার খড়িকামাথানি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বরুণকুমার সেনাপতি (৫৭)।
বাড়ি নয়াগ্রাম থানার কুজি গ্রামে। তিনি একটি খেলাধুলার সামগ্রীর দোকানের মালিক ছিলেন। মঙ্গলবার বিকেলে দোকান বন্ধ করে বরুণবাবু বাড়ি ফেরেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা বহু খুঁজেও তাঁর খোঁজ পাননি। তাকে লাগাতার ফোন করতে শুরু করেন পরিজনরা।
আরও পড়ুনঃ বাজার করতে যাওয়ার পথে লরির ধাক্কায় নিহত বাইক আরোহী
বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের ভিতর থেকে ফোনের রিংটোন শুনতে পেয়ে জঙ্গলে গিয়ে পরিজনরা বরুণবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান। উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বরুণবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার ঝাড়গ্রাম পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
মৃতের ভাইপো নবকুমার সেনাপতি জানালেন, বরুণবাবুর মা শকুন্তলা সেনাপতি বছর দশেক আগে ওই জঙ্গলে গলায় শানির ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন বরুণবাবু।