দিদিমার শেষকৃত্যে গিয়ে প্রাণ হারালেন দুর্গাপুরের(Durgapur)এক আইনজীবী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুর্গাপুরের কোকোওভেন থানার বাসিন্দা ছিলেন ওই আইনজীবী। জানা গেছে দিদিমা মারা যাওয়ায় ওই আইনজীবী বাইকে করে দিদিমার শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন বাঁকুড়া। বাড়ি ফেরার পথে একটি ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আইনজীবীর।
আরও পড়ুনঃ রোজ দেরি করে অফিসে আসেন? আজই সতর্ক হোন, সরকার আনতে চলেছে এই নিয়ম
স্থানীয় সূত্রে খবর, রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ ওই আইনজীবীর বাইক বড়জোড়া থানার দেজুরি মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে আইনজীবী বাইক সমেত ডাম্পারের তলায় ঢুকে যান। ডাম্পারের তলায় থাকা তেলের ট্যাঙ্কার ফেটে যায়। আগুন ধরে যায় ডাম্পারটিতে।
আগুনে ঝলসে যান ওই আইনজীবী। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ওই আইনজীবীকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দমকলের একটি ইঞ্জিন ডাম্পারের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ডাম্পারের চালক ও খালাসি পলাতক।
সোমবার বড়জোড়া থানায় লিখিত অভিযোগ জানান দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। মৃত ওই আইনজীবীর স্ত্রী এবং একটি সন্তান রয়েছে বলে জানা গেছে।