স্বপ্নীল মজুমদার: ঝাড়গ্রাম(Jhargram) মডেল আদালত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। কেন্দ্রীয়ভাবে বাতানুকল ছ’তলা আদালত ভবনটিতে রয়েছে জেলা বিচারকের এজলাস সহ ৮টি এজলাস। এদিন থেকেই নতুন আদালত ভবনে দেওয়ানি ও ফৌজদারি সব ক’টি এজলাস উঠে এল।
এদিন নতুন আদালত প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে জায়ান্ট স্ক্রিনে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) থেকে ভার্চুয়ালি আদালত ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ঝাড়গ্রাম(Jhargram) জেলার দায়িত্বপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের জোনাল বিচারপতি অনিরুদ্ধ রায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। ঝাড়গ্রামের(Jhargram) অনুষ্ঠান মঞ্চে ছিলেন জেলা বিচারক কল্লোল চট্টোপাধ্যায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা শাসক সুনীল আগরওয়াল, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, পুরপ্রধান কবিতা ঘোষ প্রমুখ।
হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ঝাড়গ্রামে অত্যাধুনিক ব্যবস্থা সহ মডেল আদালত ভবন চালু হল। আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, ২০১৭ সালে রাজ্যের ২২ তম জেলা হিসেবে ঝাড়গ্রাম জেলা আত্মপ্রকাশ করে। জেলার বিচারব্যবস্থা সুষ্ঠু নির্বাহের স্বার্থে জেলা বিচারালয়ের প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ৭২ কোটি টাকা খরচ করে আদর্শ জেলা বিচারালয় ভবন, বিচারকদের আবাসন।
আদালতের আধিকারিকদের আবাসন তৈরি করা হয়েছে।
এক ছাদের তলায় প্রকাণ্ড নতুন ভবনে উঠে এসেছে সব বিচারকের এজলাস। ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলা হওয়ার পর মহকুমা আদালতটি জেলা আদালতে উন্নীত হয়। ২০১৯ সালে জেলা আদালতটি অস্থায়ী ভাবে পূর্ত দফতরের সাবেক পরিদর্শন বাংলো চত্বরে চালু হয়। মহকুমা আদালত চত্বরেই জেলা আদালতের অত্যাধুনিক ছয়তলা বহুতল ভবন তৈরি করা হয়েছে। কাজটি করেছে পূর্ত দফতর।
আরও পড়ুনঃ রেল যাত্রীদের জন্য সুখবর! বড় পদক্ষেপ ভারতীয় রেলের
নবনির্মিত জেলা আদালতের ১৮ জন বিচারকের বসার কক্ষ রয়েছে। সমস্ত এজলাসগুলি বাতানুকূল। দেওয়ানী, ফৌজদারি, এসিজেএম, সিজেএম, প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালত এবং দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালত এছাড়াও জেলা বিচারকের এজলাস সবই একসাথে তলায় থাকবে নতুন ভবনে। ১৮ জন বিচারকের কক্ষ থাকলেও ৮টি এজলাস চালু হচ্ছে। বিচারপ্রার্থীর থাকার ও বসার ব্যবস্থা রয়েছে। সরকারি আইনজীবীদের পৃথক পৃথক চেম্বার থাকছে। দ্রুতগামী লিফট রয়েছে সাতটি।
এদিন জুডিশিয়াল অপিসারদের আবাসন ও লোক আদালত ভবনেরও ভারাচুয়ালি উদ্বোধন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
Shah Rukh Khan: এত জনপ্রিয়তা-সাফল্য আমার প্রাপ্য নয়, হঠাৎ কেন এমন মন্তব্য শাহরুখের?