Suvendu Adhikari: আসন্ন উপ-নির্বাচন (By Election 2024) উপলক্ষে তালড্যাংরার (Taldangra) প্রচারে গিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ উঠলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য ও আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
বিরোধী দলনেতা গত ৯ নভেম্বর বাঁকুড়ার তালড্যাংরায় ভোটের প্রচারে গিয়েছিলেন। অভিযোগ, প্রতিবেশী বাংলাদেশের দৃষ্টান্ত টেনে সেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ভোটারদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ এনেছে তৃণমূল। এই ঘটনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে অভিযোগ হেনেছে শাসক দল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও আক্রমণ করার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি আদর্শ আচরণবিধির পরিপন্থী এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
তৃণমূলের চিঠির বক্তব্য অনুযায়ী বিরোধী দলনেতা তালড্যাংরায় বলেন, “বাংলাদেশের ছবিগুলি দেখেছেন তো? ৫১৬টি মন্দির ওরা ভেঙেছে। বাংলাদেশের হিন্দুদের এবং জনজাতির উপরে কী অত্যাচার করেছে! এরা পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়।” যদিও এই মন্তব্যের সত্যতা যাচাই GNE Bangla করেনি। তৃণমূলের নালিশ, “ভারতীয় গণতন্ত্রে এই ধরনের কথাবার্তা অগ্রহণযোগ্য, ভিত্তিহীন এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক।” প্রসঙ্গতঃ উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর তালড্যাংরা-সহ রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোট হবে বাঁকুড়ার তালড্যাংরা, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্রে। আগামী ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষিত হবে।