প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল, অধীরের জায়গায় এলেন কে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় দায়িত্বে এলেন তিনি। লোকসভা নির্বাচনে গোটা দেশের নিরিখে কংগ্রেস ভাল ফল করলেও বাংলায় কংগ্রেসের ফল ছিল হতাশাজনক। তারপরই অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্ব নিয়ে জল্পনা শুরু হয়। অবশ্য তার আগে বিভিন্ন সময় কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে অধীরের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন অধীর। বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার সরাসরি নিশানা করেছেন তিনি। সেই নিয়েও হাইকমান্ডের সঙ্গে মতানৈক্য চরমে ওঠে।

আরও পড়ুনঃরাতে ঠাকুর দেখে বাড়ি ফিরবেন, কী ভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?

অধীরের জায়গায় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শুভঙ্কর সরকার। এর আগে তিনি কংগ্রেসের সম্পাদক পদে ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভঙ্কর বলেন, ‘ আমি খুব ছোট্ট একজন কর্মী। মাননীয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ নেতৃবর্গ আমায় যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করবো। কংগ্রেস কর্মীদের চাহিদার কথা মাথায় রাখবো।’

শনিবার কংগ্রেসের তরফে প্রেস বিবৃতিতে অধীরের জায়গায় শুভঙ্করকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। কংগ্রেসের পক্ষ থেকে কে সি বেনুগোপাল বলেন, ‘ কংগ্রেসের ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর ভূমিকা সবসময় গুরুত্ত্বপূর্ণ।’