চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Subarnarekha Eco Tourism: সুবর্ণরেখা নদীর উপর পর্যটকদের জন্য গড়ে তোলা হবে টুরিষ্ট কটেজ। নদীর বহমান জলস্তর থেকে উৎপন্ন হবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তি। তা ব্যবহার করা হবে টুরিস্ট কটেজে। সুবর্ণরেখা নদীর (Subarnarekha River) উপর এমনই অভিনব ইকো ট্যুরিজমের (Eco Tourism) ভাবনায় কাজ শুরু করলো আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। যৌথ উদ্যোগে তাদের সঙ্গে রয়েছে হানিলুপ টেকনোলজি।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে সুবর্ণরেখা নদীর উপর ইকো ট্যুরিজম নিয়ে অভিনব উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর ও হানিলুপ টেকনোলজি। তাদের যৌথ উদ্যোগে নয়াগ্ৰামের ডাহি এলাকায় সুবর্ণরেখা নদীর উপর বহমান জলস্তর থেকে উৎপন্ন হবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তি। নদীর জল স্তরে গড়ে উঠবে মনোরম ট্যুরিস্ট কটেজ। উৎপাদিত সেই বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে নদীর উপর গড়ে তোলা ট্যুরিষ্ট কটেজে। অভিনব প্রযুক্তি নির্ভর এই পর্যটন প্রকল্পের প্রাইমারি প্রোজেক্ট শুরু হয়েছে।
সুবর্ণরেখা নদীতে পরীক্ষানিরীক্ষা চলছে
শনিবার আইআইটি খড়গপুর ও হানিলুপ টেকনোলজি বিশেষজ্ঞদের উপস্থিতিতে নদীর জলস্তরের উপর বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক প্রকল্পের কাজ শুরু হয়। এখান থেকে খুব কম খরচে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে নদীর উপরে ইকো ট্যুরিজম পর্যটকদের আকর্ষণ করবে বলে অভিমত তাঁদের।