গরমে হাঁসফাঁস ঝাড়গ্রাম, ছুটি দিল স্কুল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার~ গরমে অস্থির ঝাড়গ্রাম জেলাবাসী। বুধবার ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দফতরের সমীক্ষা অনুযায়ী এদিন ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মত তাপপ্রবাহ অনুভূত হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭৫ শতাংশের বেশি থাকায় দিনভর প্রবল অস্বস্তির মধ্যে কাটিয়েছেন বাসিন্দারা।

ঝাড়গ্রাম জুবিলি বাজারের ব্যবসায়ী সিদ্ধার্থ দুবে বলছেন, ‘‘সকাল এগারোটার পর থেকে বাজার সুনসান হয়ে যাচ্ছে। গরমের জন্য দুপুর দেড়টায় দোকান বন্ধ করে দিচ্ছি। ফের ছ’টায় দোকান খুলছি।’’ গরমের জন্য শহরের ঐতিহ্যবাহী লায়ন্স মডেল প্রাথমিক স্কুলে আজ, বুধবার থেকে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৮ জুন) স্কুল খুলবে।

আরও পড়ুনঃ রাজ্যে তীব্র দাবদাহ, পুরুলিয়ায় মৃত্যু চতুর্থ শ্রেনীর ছাত্রের

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত বোস জানান, অত্যধিক গরমের কারণে শিশু পড়ুয়াদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘গরমের জন্য বিভিন্ন স্কুলে মর্নিং সেশনে ক্লাস করার জন্য অভিভাবকরা দাবি করেছেন।

এ বিষয়ে পরিচালন সমিতিতে আলোচনা করে স্কুল গুলিকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তবে কোনওভাবে যাতে মিড ডে মিল বন্ধ না হয় এবং সাড়ে দশটার পর যেন ক্লাস না হয় সেটাও মেনে চলতে বলা হয়েছে।’’ শহরের ননীবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলছেন, ‘‘গরমের জন্য বৃহস্পতিবার থেকে মর্নিং স্কুল শুরু হবে।’’