স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): সাঁওতালদের সর্বোচ্চ সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলে’র (নিত্যানন্দ হেমব্রম গোষ্ঠী) নতুন ‘দিশম পারগানা’ (সর্বভারতীয় প্রধান)(Disham Pargana) হলেন রবিন টুডু। গত বছর ১১ জুলাই প্রয়াত হন দিশম পারগানা(Disham Pargana) নিত্যানন্দ হেমব্রম। চারপর থেকে দিশম পারগানা (Disham Pargana) পদটি ফাঁকা ছিল। রবিন রাজ্যের প্রধান ‘পনত পারগানা’ পদে আছেন। এখন থেকে তিনি দিশম পারগানার পাশাপাশি, পনত পারগানার দায়িত্বও সামলাবেন।
জানা গিয়েছে, দিশম পারগানা নির্বাচনের জন্য গত শনি ও রবিবার বর্ধমানের কালনা ব্লকের মধুপুর কমিউনিটি হলে দু’দিনের বৈঠক ডেকেছিলেন সংগঠনের দিশম পারানিক চন্দ্রমোহন মান্ডি। শনিবার সাংগঠনিক আলোচনার পর রবিবার ‘দিশম পারগানা’ পদে সহমতের ভিত্তিতে নির্বাচিত হন রবিন। দিশম জগ পারগানা হয়েছেন পরমেশ্বর মান্ডি। দিশম গডেৎ হয়েছেন মঙ্গল সরেন। দিশম পারানিক পদে চন্দ্রমোহনই থাকছেন। রবিন জানালেন, সাঁওতাল সমাজের উন্নতির জন্য তিনি সচেষ্ট থাকবেন।