রাজীব ঘোষ: বেপরোয়া গতিতে ছুটে আসছিল যাত্রীবাহী বাস। সরাসরি ধাক্কা মারল উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী টোটোতে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর(Midnapore) জেলার গান্ধীনগর পাথরঘাটা এলাকায়। বাসটি আমতলার দিক থেকে মেদিনীপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় মাঝখানে জগন্নাথ মন্দিরের দিক থেকে একটি টোটো আসছিল। বাসটি প্রচন্ড গতিতে ছুটছিল। গতি নিয়ন্ত্রন করতে না পেরে সরাসরি টোটোতে গিয়ে মুখোমুখি ধাক্কা মারে(Road Accident)।
দুর্ঘটনায় আহত হয়েছেন বাস চালক শেখ বাবু (২৮)। তার বাড়ি মেদিনীপুর শহরের নিমতলায়। দুর্ঘটনায় আহত হয়েছেন কেশিয়াড়ির বাসিন্দা রাজীব পালুই (৩২)।
ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাস গুলির মধ্যে রুটে প্রতিযোগিতা চলে। কে কত আগে মেদিনীপুর বাস স্ট্যান্ডে পৌঁছতে পারে। প্রতিযোগিতার ফলেই মাঝে মধ্যে ঘটছে এই ধরনের দুর্ঘটনা। দুর্ঘটনা স্থলে পুলিশ পৌঁছে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘ওই বাসটি বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছিল জর্জ কোর্টের দিকে। আর ঠিক সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ জগন্নাথ মন্দিরের দিক থেকে আসছিল একটি যাত্রীবাহী টোটো। তাতে চালকসহ চারজন প্যাসেঞ্জার ছিল। বেপরোয়া গতিতে বাসটি থাকায় নিয়ন্ত্রন না করতে পেরে সরাসরি ধাক্কা মারে টোটোতে। আর তাতেই বাস চালক এবং একজন যাত্রী গুরুতর আহত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
আরও পড়ুনঃ পড়ুয়াদের মধ্যে ব্যাপক হারে বাড়ছে এডস, রিপোর্ট দেখলেই চমকে উঠবেন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার কথা বলা হলেও গুরুত্ব দেওয়া হয়নি। এই জায়গা দিয়ে বাস গুলি দ্রুত গতি যায়। যার ফলে এর আগেও একাধিকবার এরকম দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে স্পিড ব্রেকার দেওয়ার আবেদন জানিয়েছি। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেনি প্রশাসন। অবিলম্বে ওই জায়গায় স্পিড ব্রেকার তৈরীর আবেদন জানান স্থানীয় বাসিন্দারা।