Midnapore Road Accident: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬,আহত ২

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: ভোরের আলো ফোটার আগেই পশ্চিম মেদিনীপুরে(Midnapore) ঘাটাল সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা(Road Accident)। একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে অ্যাম্বুলেন্সের যাত্রীদের অধিকাংশই নিহত এবং আহত হয়েছেন। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অ্যাম্বুলেন্সে মোট ৮ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৬ জন মারা গিয়েছেন। ২জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন এলাকা পঞ্চমীর বড় পোলের কাছে। একজন রোগীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঘাটালের দিক থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। আর উল্টো দিক মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল একটি লরি। মাঝখানে পঞ্চমীর বড়পোলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় লরি এবং অ্যাম্বুলেন্সের মধ্যে। অ্যাম্বুলেন্সে থাকা মোট ৮জন যাত্রী এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

ঘটনার সূত্রপাত, একজন রোগী পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়। সেখানেই চিকিৎসা চলছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তখন তার পরিবারের লোকজন ওই রোগীকে অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যাম্বুলেন্সে থাকা রোগী সমেত ৮ জন চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। জেলার পুলিশ সুপারও পৌঁছে যান অকুস্থলে। পুলিশ ওই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ রেলওয়ে সিস্টেমে আমূল বদল,লেট মার্কের বদনাম ঘুচিয়ে ঝড়ের গতিতে ট্র‍্যাক চেঞ্জ করবে ট্রেন

দুর্ঘটনার খবর পেয়ে মধ্যরাতেই হাসপাতালে পৌঁছে যান মেদিনীপুরের এসডিও মধুমিতা মুখার্জি। তিনি জানান, একজন রোগীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসছিল। উল্টোদিকে মেদিনীপুরের দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল একটি লরি।মাঝখানে বড়পোলের কাছে লরি এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই অ্যাম্বুলেন্সে রোগী সমেত ৮ জন যাত্রী ছিলেন। তার মধ্যে মারা গিয়েছেন ৬ জন। মৃতদের মধ্যে ৩জন মহিলা আছেন। ১জন ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। আর ১জনেরও হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতরা সকলেই চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বাসিন্দা। প্রায় সকলের আইডেন্টিফিকেশন হয়েছে। বাকি কয়েকজনের আইডেন্টিফিকেশন বাকি আছে। পরিবারের সদস্যরা এসে উপস্থিত হলে তাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট করা হবে। দুর্ঘটনা ঘটার পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে ওই যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভোরের আলো ফোটার আগেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।