Jhargram: ফোন চুরি চক্রের চাঁইকে ধরল রেল পুলিশ, উদ্ধার ৫টি ফোন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: ফোন চুরি চক্রের এক চাঁইকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জিআরপি(GRP JHARGRAM) থানার পুলিশ।ধৃত বছর ঊনত্রিশের মোহাম্মদ তেবরাজের বাড়ি পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur)জেলার খড়গপুর(Khargapur)শহরের গান্ধীনগর বাস স্ট্যান্ড এলাকায়।

রবিবার ঝাড়গ্রাম স্টেশন চত্বর থেকে তেবরাজকে ধরা হয়। ধৃত যুবকের কাছ থেকে ৫টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার খড়গপুর-টাটা শাখায় নানা ট্রেনে ফোন চুরি করেছিল অভিযুক্ত যুবক।

রাতে ঝাড়গ্রাম স্টেশনে বিশ্রাম করার জন্যে নেমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাতের শেষ লোকাল ট্রেনে খড়গপুর ফিরে যাওয়ার কথা ছিল তেবরাজের। স্টেশন চত্বরে তাকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ খুনের দায়ে বাবা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ঝাড়গ্রাম জেলার প্রথম অতিরিক্ত দায়রা আদালত

কিন্তু মোবাইল ফোন গুলি কার সেই সদুত্তর দিতে পারেনি তেবরাজ। এরপর তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার ঝাড়গ্রাম আদালতে(Jhargram District Court) তোলা হলে ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলা পুলিস ৩ হাজার ৪২১টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭২ লক্ষ টাকা।