Purulia: এশিয়া সেরা জঙ্গলমহলের মেয়ে, থাইল্যান্ডে সোনা পুরুলিয়ার বাসন্তীর

Published On:

Purulia: তীরন্দাজিতে এশিয়া সেরা জঙ্গলমহলের মেয়ে! থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ (Asia Cup Archery 2025) প্রতিযোগিতায় মহিলা ব্যাক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা পুরুলিয়ার (Purulia) বাসন্তীর। পাশাপাশি রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বিষ্ণু চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে রূপো পদকও জয় করেছেন বাসন্তী মাহাতো (Basanti Mahato)। জঙ্গলমহলের কন্যার এহেন সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের ক্রীড়ামহল।

এশিয়া কাপ আর্চারি ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের ব্যাঙ্ককে। এই প্রতিযোগিতায় মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন পুরুলিয়া জেলার বরাবাজারের ব্লকের রানসি গ্রামের বাসিন্দা বাসন্তী মাহাতো। ফাইনালে চিনা তাইপের ফঙ ইউ ঝু এর কাছে ০-৪ স্কোরলাইনে পিছিয়ে থেকেও অসাধারণ ভাবে প্রত্যাবর্তন করেন বাসন্তী। ফঙ ইউ ঝু-কে ৬-৪ স্কোরে হারিয়ে ব্যক্তিগত সোনা জিতে নেন তিনি। ব্রোঞ্চ জেতেন চিনের য়ু জিং। শুধু তাই নয়। রিকার্ভ মিক্সড ইভেন্টে বিষ্ণু চৌধরীকে সঙ্গী করে রুপো জিতে নিয়েছেন তিনি। ফাইনালে চিনের দলের বিরুদ্ধে ৬-০ ফলে হেরে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের। এই ইভেন্টে ব্রোঞ্চ জিতেছে চিনা তাইপে টিম।

পুরুলিয়া জেলার বরাবাজারের ব্লকের রানসি গ্রামের প্রান্তিক কৃষক পরিবারের কন্যা বাসন্তী। ২০১৮ সালে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বরাবাজার থানায় ‘লক্ষ্য’ নামে তীরন্দাজি অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়। সেখানেই যাত্রা শুরু বাসন্তীর৷ ২০১৯ সালে বাসন্তী স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) সল্টলেক ক্যাম্পাসে প্রশিক্ষণের সুযোগ পায়। ৩৮তম ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করে ভালো ফল করেন তিনি। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ তীরন্দাজি প্রতিযোগিতায় বাসন্তী ভারতীয় দলের সদস্য ছিলেন এবং দলগতভাবে ব্রোঞ্জ পদক অর্জন করেন। এবার ব্যাঙ্ককে ২০২৫ তীরন্দাজি এশিয়া কাপে ব্যক্তিগত সোনার স্বাদ পেলেন বাসন্তী।