Purba Midnapore: জুডো প্রতিযোগিতায় জেলার সাফল্য, স্বর্ণ ও রৌপ্যপদক পড়ুয়াদের হাত ধরে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
সর্বভারতীয় স্তরে সফল পূর্ব মেদিনীপুর (Purba Midnapore)। সিবিএসই জোনাল লেভেল জুডো প্রতিযোগিতায় চারটি স্বর্ণপদক ও রৌপ্যপদক জিতে নিয়েছে মাউন্ট লিটারি জি স্কুলের ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা প্রত্যেকেই রামনগরের একটি জুডো প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেয়।

দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় রায়পুরে কবিরনগরে সিবিএসই জোনাল লেভেল জুডো প্রতিযোগিতা আয়োজিত হয়। ২০ থেকে ২২ শে সেপ্টেম্বর পূর্ব ভারতের সেই প্রতিযোগিতায় অংশ নেয় মাউন্ট লিটারি জি স্কুলের ছাত্রছাত্রীরা। সেই প্রতিযোগিতায় নিজেদের বিভাগে স্বর্ণপদক জিতেছে সুহত্র দাস ও তৃপ্তি রায়। রৌপ্যপদক জিতেছে আসিফ আলী শেখ ও সোয়াংসু রাজ। বিজয়ীরা প্রত্যেকেই রামনগর জুডো সেন্টারের ছাত্রছাত্রী।

পড়াশোনায় ক্ষেত্রে সবসময়েই উজ্জ্বল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। খেলাধূলাতেও এখন একের পর এক সাফল্য আনছেন মেদিনীপুরের ছেলে মেয়েরা। রায়পুরে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ীরা এবার সিবিএসই-র সর্বভারতীয় ক্ষেত্রের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে অংশ নেবেন সমস্ত জোন থেকে বিজয়ীরা। সুহত্র, তৃপ্তিদের এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার ক্রীড়ামহল।