Purba Midnapore: সোনার মেয়ে রামনগরের তৃপ্তি, ন্যাশনাল জুডোতে পেল সোনার পদক

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) রামনগরের (Ramnagar) মেয়ে তৃপ্তি রায় ন্যাশনাল জুডোতে জিতে নিয়েছে সোনার পদক। সিবিএসই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মেয়েদের অনূর্ধ্ব ১৪ বিভাগে এই সাফল্য অর্জন করেছে সে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার পরিজন, প্রশিক্ষক থেকে শুরু করে রামনগরবাসী।

সাম্প্রতিক সময়ে রামনগরের জুডো সেন্টারের হাত ধরে সর্বভারতীয় ক্ষেত্রে জুডোয় একের পর এক সাফল্য পেয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরের একাধিক ছাত্রছাত্রী। গিরিডি ঝাড়খন্ডে অনুষ্ঠিত সিবিএসই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মেয়েদের অনূর্ধ্ব ১৪ বিভাগে স্বর্ণপদক জয় করেছে কাঁথি মাউন্ট লিটারি জি স্কুলের ছাত্রী তৃপ্তি রায়। জুডো প্রশিক্ষক অজয় নন্দীর ছাত্রী সে।

অন্যদিকে রামনগরের জুডো সেন্টারে অজয় নন্দীর প্রশিক্ষণে অপর সাফল্যটি এনেছে সুহত্র দাস। সিবিএসই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে সে। সোমবার রামনগরে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার তাদের সম্বর্ধনা দেন। সুহত্রও কাঁথি মাউন্ট লিটারি জি স্কুলের পড়ুয়া। দুই জনেই এরপর খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। পূর্ব মেদিনীপুর জেলার দুই ছাত্রছাত্রীর সর্বভারতীয় ক্ষেত্রে এমন সাফল্য উচ্ছ্বসিত জেলার ক্রীড়ামহল।