চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Purba Midnapore: সদ্য সমাপ্ত উপনির্বাচন অতীত! ফের সরণিতে ফিরলো বিজেপি (BJP)। পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেয়েছে গেরুয়া শিবির। মোট ৫২টি আসনের মধ্যে ৩৬টিতে জয় হাসিল করেছে বিজেপি। উপনির্বাচনের শোচনীয় পরাজয়ের পরে যা কিঞ্চিৎ সুখবর পদ্ম-শিবিরে।
সদ্য প্রকাশিত হয়েছে রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল। সবক’টি আসনেই শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে বিজেপি। শত চেষ্টা করেও মেদিনীপুর বিধানসভা পুনরুদ্ধার সম্ভব হয়নি। হাতছাড়া হয়েছে মাদারিহাট আসন। সেখানে ৭৯১৮৬ ভোট পেয়ে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টাপ্পো। হারের পর পরাজয়ের কারণ অনুসন্ধানে নেমেছেন বিজেপি নেতৃত্ব। তারই মাঝে মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় বিরোধী দলকে কিছুটা হলেও স্বস্তি দেবে।
মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির মোট ৫২টি আসনে নির্বাচন হয়। ১৬টি আসনে তৃণমূল জয়ী হয়। একটি আসনে টাই হলেও তা ছিনিয়ে নেয় বিজেপি। ফলে ৩৬টি আসনে জয় নিশ্চিত করেন বিজেপি প্রার্থীরা। এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে ছিল তৃণমূলের দখলে। ফলে শাসক গড় দখলের পর উৎসবে মেতেছেন স্থানীয় বিজেপি নেতাকর্মী সমর্থকেরা৷