Purba Midnapore: শিশিরের পাল্টা তৃণমূলের জুন! এগরা-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ফের তৃণমূলের দখলে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Purba Midnapore: শিশির অধিকারীর পাল্টা উত্তর তৃণমূলের জুন মালিয়া (June Maliya)! শিশির অধিকারীর ভোটে একসময় এগরা ২ পঞ্চায়েত (Egra 2 Panchayet) সমিতির স্থায়ী কমিটি হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এক বছর পর মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার (June Maliya) ভোটে তা পুনরুদ্ধার করলো শাসক দল। এই জয়ে পূর্ব মেদিনীপুরে (Purba Midnapore) উজ্জীবিত শাসক শিবির। অন্যদিকে পরাজয় নিশ্চিত জেনে ভোটাভুটিতে অনুপস্থিত থাকলেন বিজেপি সদস্যরা।

ঘটনার সূত্রপাত বিগত পঞ্চায়েত নির্বাচনে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকী আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতির পদ পায় তৃণমূল এবং সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি। গোল বাঁধে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনের সময়। অবস্থানগত কারণে এগরা ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির বোর্ড গঠনে ভোট দেওয়ার অধিকার পান উত্তর কাঁথির বিধায়ক, কাঁথির সাংসদ, এগরার বিধায়ক ও মেদিনীপুরের সাংসদ। সেই সময় তৃণমূলের ঝুলিতে ছিল ১৯টি ভোট। অন্যদিকে মেদিনীপুরের তৎকালীন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোট মিলিয়ে গেরুয়া শিবিরও পেয়েছিল ১৯টি ভোট ছিল। ফলে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কাঁথির তৎকালীন তৃণমূল সাংসদ শিশির অধিকারীর ভোটটি। তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূল সাংসদ হওয়া সত্ত্বেও বিজেপির পক্ষে ভোট দেন তিনি। ফলে শিশির অধিকারীর ভোটে স্থায়ী কমিটির দখল নেয় বিজেপি।

আরও পড়ুনঃ তৃণমূলে উল্টোপুরাণ! আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন দলের বুথ সভাপতি

তারপর বছর ঘুরেছে। মেদিনীপুরের বর্তমান সাংসদ তৃণমূলের টিকিটে জয়ী জুন মালিয়া। স্থায়ী সমিতিগুলির দখল নিতে অনাস্থা প্রস্তাব দেয় তৃণমূল কংগ্রেস। সেই অনাস্থা ভোটে জয়ী হয়ে এগরা ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি পুনরুদ্ধার করলো শাসক দল। অন্যদিকে ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন বিজেপি সদস্যরা। তৃণমূল শিবিরের কটাক্ষ, পরাজয় নিশ্চিত বুঝেই অনুপস্থিত ছিল বিজেপি শিবির।