Purba Midnapore Cyclone: ‘দানা’ ঝাপটা সামলাতে তৎপর প্রশাসন, চূড়ান্ত সতর্কতা দিঘা উপকূলে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Purba Midnapore Cyclone: বৃহস্পতিবারের রাতের মধ্যে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) আছড়ে পড়তে পারে বাংলা এবং ওড়িশা উপকূলে। দিঘা-সহ (Digha) সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন (Purba Midnapore)। একই নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উপকূলীয় এলাকাগুলিতেও।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘দানা’। এর প্রভাবে বুধবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বাদ পড়বে না দুই মেদিনীপুরও। বৃহস্পতিবার রাত থেকে পরের দিন সকালের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা। ফলে দুর্যোগের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সমস্ত ব্লকের বিডিও ও মহকুমার এসডিও-দের সঙ্গে করা হয়েছে বৈঠক। সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজরদারি করা হচ্ছে উপকূলবর্তী এলাকার বাঁধগুলিতে। পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে নিষেধ করে চলছ মাইকিং। মাঝ সমুদ্রে থাকা সমস্ত ট্রলারগুলিকে দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে।

অপরদিকে রয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল দিঘা। আবহাওয়া দেখে ও পরিস্থিতি বিবেচনা করে দিঘায় পর্যটকদের উপর কোনও রকম নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা তা জানানো হবে। গত কয়েক দিন ভরা জোয়ারের সময় দিঘায় সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। গার্ডওয়াল টপকে জল আসছে উপকূলের রাস্তায়। অমাবস্যার কোটালও রয়েছে। এই পরিস্থিতিতে সাইক্লোনের ফলে দিঘার সমুদ্র ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।