চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পুজোর সময় মদ বিক্রির (Puja Liquor Sell) রেকর্ড রাজ্যে! বিগত বছরের থেকে বেশি টাকার মদ বিক্রি (Liquor Sell) হয়েছে এই বছরে। আবগারি দফতরের সূত্র বলছে, গত ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সময় কালে পশ্চিমবঙ্গে মোট ১৪৮ কোটি টাকার মদের ব্যবসা হয়েছে। জায়গার ভিত্তিতে মদ বিক্রিতে সামনের সারিতে রয়েছে মেদিনীপুরও (Midnapore)।
আবগারি দফতর সূত্র অনুযায়ী, পুজোর সময়কালে ১৪ দিনে অর্থাৎ ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে মোট ১৪৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে। এই মদ বিক্রির অনুপাতে প্রথমেই রয়েছে আলিপুর। উল্লিখিত সময়কালে ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে সেখানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে উত্তর-দক্ষিণ কলকাতা ও বিধাননগর। পিছিয়ে নেই মেদিনীপুরও। দেশি বিদেশি মিলিয়ে ৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়।
বাঙালি রসেবসে থাকতে ভালোবাসে। তার প্রধান উৎসব দুর্গোৎসব। ফলে পুজোর মরশুমে রাজ্যে মদের চাহিদা থাকে তুঙ্গে৷ প্রতি বছরই শহর থেকে গ্রাম সর্বত্রই পাল্লা দিয়ে চলে বিক্রি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। মহালয়ার পর থেকেই সারা রাজ্যে বেড়েছে মদের বিক্রি। এই বছরে পুজোর মরশুমের বিক্রি ছাড়িয়ে গিয়েছে বিগত বছরের পরিসংখ্যানকেও। আর কিছুদিন পরেই কালীপুজো। তখনও মদের বিক্রি রাজ্যজুড়ে তুঙ্গে থাকবে বলেই মনে করা হচ্ছে।