স্বপ্নীল মজুমদার: নাবালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে ২২ বছর সশ্রম কারাদণ্ড দিল ঝাড়গ্রামের(Jhargram) পকসো আদালত। বুধবার পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় সাজা ঘোষণার পাশাপাশি, সাজাপ্রাপ্তকে ২৬ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাত মাস সশ্রম কারাবাসের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত বছর সাতাশের রাজু ভুঁইয়ার বাড়ি ঝাড়গ্রামের(Jhargram) লালগড় থানা এলাকায়।
সরকারি আইনজীবী জয়ন্ত রায় জানান, ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে এক বছর ধরে ধর্ষণ করেছিল রাজু। নাবালিকা ছ’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখনই ঘটনাটি জানাজানি হয়। ২০২০ সালের ২৫ অক্টোবর লালগড় থানায় রাউর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। রাজু ফেরার হয়ে যায়। ২০২০ সালের ৩০ অক্টোবর রাজুকে লালগড়ের জঙ্গল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ।
আরও পড়ুনঃ জন্মাষ্টমী কবে ও কখন? জানুন পুজোর তিথি
২০২১ সালের ৪ জানুয়ারি অবশ্য রাজু জামিনে ছানা পেয়ে যায়। ওই নাবালিকার শারীরিক পরিস্থিতি এমনই ছিল যে গর্ভপাত করানো যায়নি। নাবালিকা কন্যাসন্তান প্রসব করে। রাজুর ও কন্যাসন্তানের ডিএনএ পরীক্ষায় (DNA TEST) জানা যায়, রাজুই ওই কন্যাসন্তানের জনক। ২০২২ সালের ৪ এপ্রিল মামলার চার্জগঠন করে পকসো আদালত। পরে ডিএনএ পরীক্ষার তথ্য সংক্রান্ত অতিরিক্ত চার্জশিট জমা দেয় পুলিশ। গত বছর ৩ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার তদন্তকারী অফিসার সুব্রত সামন্ত সহ ১৬ জনের সাক্ষ্য নেয় আদালত। মঙ্গলবার বিচারক রাজুকে দোষী সাব্যস্ত করলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। বুধবার সাজা ঘোষণা করেন বিচারক।