ঝাড়গ্রামের (Jhargram) আসন পাখির চোখ বিজেপির! হৃতসম্মান পুনরুদ্ধারে ঝাড়গ্রামে ভরসা মোদী ম্যাজিক। তাই লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডুর হয়ে প্রচারে আগামী সোমবার তথা ২০ মে ঝাড়গ্রামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে বিজেপির প্রস্তুতি এখন তুঙ্গে।
৭টি বিধানসভায় বিপুল হার বিজেপির
বিগত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসনে জয়ী হন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। বিজেপির ভোট বৃদ্ধি হয় ৩৪.৮ শতাংশ। কিন্তু ২০১৯ সালের সেই সাফল্য মুখ থুবড়ে পড়ে বিধানসভা নির্বাচনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অধীনস্থ সাতটি বিধানসভাতেই বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল। ঝাড়গ্রাম বিধানসভা আসনে ৫৪ শতাংশ ভোট পেয়ে বিজেপি প্রার্থী সুখময় শতপথিকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা। এমনকি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে একটিও সিট পায়নি বিজেপি। রাজনৈতিক মহলের খবর, বিগত লোকসভা ভোটে জয়ের পর থেকেই ঝাড়গ্রামে আভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিজেপি। তারই ফলাফল বিধানসভা ভোটের বিপুল ব্যবধানে হার এবং পঞ্চায়েত নির্বাচনে হতশ্রী ফলাফল।
মোদী-ম্যাজিক : বিজেপির শেষ ভরসা
কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে নিজেদের বিগত নির্বাচনের জয় ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব। দলীয় মতভেদ দূরে সরাতে টিকিট দেওয়া হয়নি বিদায়ী সাংসদ কুনার হেমব্রমকে। প্রার্থী হয়েছেন প্রণত টুডু। কিন্তু তৃণমূলও বিধানসভা ভোটের ফলাফলে উদ্বুদ্ধ। পদ্মশ্রী সম্মানে ভূষিত বিখ্যাত সাঁওতালি লেখক কালীপদ সরেন তথা খেরওয়াল সরেনকে প্রার্থী করেছে তারা। ফলে লড়াই যথেষ্ট কঠিন বিজেপির জন্য। এখন ঝাড়গ্রাম আসনে ভোট বৈতরণী পার হতে মোদী-ম্যাজিকে ভরসা রাখছে বিজেপি নেতৃত্ব। আগামী সোমবার ঝাড়গ্রাম স্টেডিয়ামের মাঠে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে প্রণত টুডুর হয়ে প্রচারে এসে তৃণমূল নেতাদের গোপন কথা ফাঁস করলেন শুভেন্দু অধিকারী