চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Paschim Midnapore: বেআইনি মদ বিক্রি অথবা মদ খেয়ে মাতলামি, বেচাল হলেই পিঠে পড়ছে লাঠির বাড়ি! সেই ভয়ে তটস্থ পশ্চিম মেদিনীপুর জেলার (Paschim Midnapore) ঘাটালের (Ghatal) চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের চাঁদুর গ্রামের পুরুষেরা। সৌজন্যে প্রমিলাবাহিনী। মহিলাদের দল বেআইনি মদের বাড়বাড়ন্ত ঠেকাতে গ্রামজুড়ে চালাচ্ছেন পাহারা ও নজরদারি।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের চাঁদুর গ্রাম। গ্রামে প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবারের বাস। গ্রামে বিভিন্ন জায়গায় চলে বেআইনি মদের কারবার। আবগারি দপ্তর ও পুলিশের ধরপাকড় সত্ত্বেও নিয়ন্ত্রণে আসনি বেআইনি মদের কারবার। গ্রামের অনেক পুরুষই মদে আসক্ত। ফলে সমস্যায় পড়েন মহিলারা। সম্প্রতি গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ জানতে পারে, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে মৃত্যু হয়েছে যুবকটির। এই ঘটনার পরেই বেআইনি মদ বিক্রি ঠেকানোর জন্য একত্রিত হন গ্রামের মহিলারা।
গ্রামে বেআইনি মদের কারবার ঠেকাতে দল গঠন করেছেন মহিলারা। লাঠি হাতে তাঁরা ভাঙচুর চালাচ্ছেন বেআইনি মদের ঠেকগুলিতে। মদ বিক্রি ঠেকাতে তাঁরা লাঠি হাতে টহল দিচ্ছেন গ্রামের বিভিন্ন প্রান্তে। মদ খেয়ে মাতলামি কেউ করলেই তার পিঠে পড়বে লাঠির ঘা, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। প্রশাসনের তরফে মহিলাদের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় মনোহরপুর ৬/২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী সিং দোলই ও ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।