চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Paschim Midnapore: নিজের অফিসে চেয়ারে বসেই টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান! এমনই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে! বিরোধীদের অভিযোগ, ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার (Paschim Midnapore) শালবনি (Salboni) ব্লকের বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ধনঞ্জয় মাহাতোর এবং তিনি নাকি ‘কাটমানি’ (Cut Money) নিচ্ছিলেন। যদিও GNE Bangla-র তরফে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু ভিডিও-টিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে (Paschim Midnapore)।
ভিডিওটিতে দেখা গিয়েছে, অফিসের চেয়ারে বসে টাকা নিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো। তাঁর হাতে টাকা দিচ্ছেন এক ব্যক্তি। উলটো দিক থেকে কেউ বলছেন, “এটা রাখুন কথা দিচ্ছি আমরা দুব।” যদিও টাকা কে দিচ্ছেন না পরিষ্কার নয়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে। শাসক দলের দিকে আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনা ঠিকাদারদের কাছ থেকে কাটমানি নেওয়ার। ঐ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে কোনও উন্নয়নমূলক কাজের জন্যই কাটমানি নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অপরদিকে নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো। তাঁর অভিযোগ, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ঘটনাটি তাঁর অফিসের ও ভিডিওতে তিনিই রয়েছেন কার্যত স্বীকার করে নিয়ে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তিনি ধার হিসাবে টাকা নিয়েছিলেন। কিন্তু সমস্ত টেন্ডার তিনি অফলাইনের বদলে অনলাইন করে দেওয়ায়, ঠিকাদারেরা তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে চক্রান্ত করে তাঁকে ফাঁসাচ্ছে। ঘটনার প্রেক্ষিতে চরম অস্বস্তিতে শাসক দল। মেদিনীপুরের সদ্য নির্বাচিত বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে ঘটনাটি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য হলে প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয় স্তরে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।