Paschim Midnapore Rape: দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত সহপাঠী, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

Published On:

Paschim Midnapore Rape: সহপাঠী দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো এক দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) ডেবরায় (Debra)। দুইজনেই স্থানীয় একই স্কুলের পড়ুয়া। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন এই ঘটনা ঘটে বলে অভিযোগ। নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাবালক ছাত্রকে আটক করে জুভেনাইল বোর্ডে পেশ করেছে পুলিশ।

জানা গিয়েছে, দুই পড়ুয়ার প্রণয়ের সম্পর্ক ছিল। কিন্তু কোনও কারণে সম্প্রতি সম্পর্কে চিড় ধরে। দিন কয়েক আগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন কথা বলার জন্য ছাত্রীটিকে অন্যত্র ডেকে নিয়ে যায় ছাত্রটি। নাবালিকার পরিবারের অভিযোগ, একটি নির্জন জায়গায় গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে নাবালক ছাত্রটি। মেয়ে বাড়ি এসে সমস্ত ঘটনা জানালে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের লোকজন। তারই ভিত্তিতে অভিযুক্ত ছাত্রকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও নির্যাতিতা দুই জনেই অপ্রাপ্তবয়স্ক। তারা একই স্কুলের দশম শ্রেণির পড়ুয়া সহপাঠী। শনিবার বিকেলে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরেই নাবালক ছাত্রকে আটক করা হয়। রবিবার তাকে জুভেনাইল বোর্ডের সামনে পেশ করানো হয়। ঘটনার তদন্ত চলছে।