চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Paschim Midnapore: পশ্চিম মেদিনীপুর জেলায় কাজ চলছে জলস্বপ্ন প্রকল্পের (Jal Swapna Scheme)। সে কাজকর্মের সামগ্রিক অবস্থা ও উন্নয়ন খতিয়ে দেখলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান এবং সেচ ও জলপথ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া (Manas Bhunia)। মেদিনীপুরে (Midnapore) এই সংক্রান্ত আলোচনার জন্য রবিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, অতিরিক্ত জেলাশাসকরা, পিএইচই দপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।
পশ্চিম মেদিনীপুর জেলায় জলস্বপ্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত জমির চিহ্নিতকরণ ও হস্তান্তর সম্পূর্ণ হয়েছে। এই প্রকল্পের আওতায় ২০২১ সালে জেলার ৬ শতাংশ মানুষ ছিলেন। ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে ৪৩ শতাংশ হয়েছে। বর্তমানে মোট ট্যাপ সংযোগ ৩.৯৭ লক্ষ। উল্লেখযোগ্য ভাবে বেড়েছে পাম্প হাউসের সংখ্যাও। ২০২১ সালে পাম্প হাউসের সংখ্যা ছিল ১০ টি। ২০২৪ সালে তা ৩৮৫টি। বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য পাইপলাইনও করা হয়েছে। ২০২১ সালে পাইপলাইন ছিল ৬৮০ কিলোমিটার বিস্তৃত। ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১ হাজার ৪০০ কিলোমিটার।
রবিবারের বৈঠকে এই সংক্রান্ত বিষয়গুলি আলোচনায় উঠে আসে। সবং ব্লকে এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই ৮৩ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। জেলায় আগামী ৩ মাসের মধ্যে পুরো প্রকল্পের কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। অবৈধ ট্যাপ কানেকশন আটকাতে ও কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পঞ্চায়েত ও জেলা পরিষদের সমস্ত প্রতিনিধিদের নিয়মিত ফিল্ড ভিজিটেরও নির্দেশ দিয়েছেন তিনি।