Paschim Midnapore: বেআইনি দখল জমি উদ্ধারে গিয়ে আক্রান্ত বনকর্মীরা, বিশাল বাহিনী নিয়ে অভিযান বন দফতরের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Paschim Midnapore: বন দফতরের (Forest Department) বেআইনি ভাবে দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে গিয়ে আক্রান্ত হলেন বনকর্মীরা। তারপরেই থানার অভিযোগ জানিয়ে বিশাল বাহিনী নিয়ে অভিযান চালালেন চারটি রেঞ্জের বন আধিকারিকরা। দখলদার মুক্ত (Land Recovered) হল বন দফতরের জমি। পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) শালবনী (Salboni) থানার অন্তর্গত গোকুলপুর ও পিরাকুলি এলাকার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, শালবনী (Salboni) থানার অন্তর্গত গোদাপিয়াশাল রেঞ্জের গোকুলপুর ও পিরাকুলি এলাকার প্রায় ৫০ হেক্টর জমিতে চলছিল চাষবাসের প্রস্তুতি। কিন্তু ঐ জমি বন দফতরের। স্থানীয় কিছু বাসিন্দা বেআইনি ভাবে ঐ জমি দখল করে চাষবাসের কাজ শুরু করেছিল। এই বিষয়ে খবর পেয়ে বৃহস্পতিবার বনকর্মীরা এলাকায় যান এবং স্থানীয়দের ঐ কাজে বাধা দেন। অভিযোগ, অভিযুক্তরা দলবদ্ধ ভাবে বনকর্মীদের উপর চড়াও হয়। তাঁদের মারধরও করা হয়।

এরপরে ঐদিনই বনকর্মীরা শালবনী থানায় লিখিত অভিযোগ জানান। খবর যায় বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। মেদিনীপুর বন বিভাগের গোদাপিয়াশাল, চন্দ্রকোণা, আড়াবাড়ি ও ভাদুতলা রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা যৌথভাবে এডিএফও কানু চক্রবর্তীর নেতৃত্বে শুক্রবার সকালে অভিযান চালান এলাকায়। কিন্তু বন দফতরের অভিযান শুরু হতেই অভিযুক্তদের খোঁজ আর মেলেনি। বন দফতর দখল হওয়া জমি পুনরুদ্ধার করেছে। সেই সঙ্গে স্থানীয়দের ঐ জমিতে চাষবাস না করার জন্য সতর্ক করা হয়েছে। দখলদারদের চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন অধিকারিকরা।