Paschim Midnapore: মেদিনীপুরের জন্য সুখবর, রাস্তার জন্য বরাদ্দ ২৭৯১ কোটি টাকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Paschim Midnapore: পশ্চিম মেদিনীপুরের জন্য সুখবর! বাস্তবায়িত হতে চলেছে খড়গপুর (Kharagpur) থেকে চন্দ্রকোনা-ঘাটাল অর্থনৈতিক করিডর (Economic Corridor)। জানা গিয়েছে, অশোকা বিল্ডকন লিমিটেড ১,৪০০ কোটি টাকার বিডিং মূল্যে টেন্ডারটি হস্তগত করতে চলেছে। চার লেন বিশিষ্ট এই রাস্তার বাস্তবায়নে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) শিল্পতালুকের সঙ্গে যোগাযোগ আরও মসৃণ হবে। ফলে তার সুপ্রভাব পড়বে জেলার অর্থনৈতিক বৃদ্ধিতে।

সম্প্রতি অশোকা বিল্ডকন লিমিটেড স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া একটি তথ্যতে জানিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে পশ্চিমবঙ্গে মোট ২৭৯১ কোটি টাকার টেন্ডার পেয়েছে তারা। তারই মধ্যে রয়েছে ১,৪০০ কোটি টাকার বিডিং মূল্যে খড়গপুর (Kharagpur) থেকে চন্দ্রকোনা-ঘাটাল অর্থনৈতিক করিডর। এই দূরত্বে ৪১ কিলোমিটার জাতীয় সড়ক জুড়ে চার লেন বিশিষ্ট অর্থনৈতিক করিডর গড়ে উঠবে। কাজ সম্পূর্ণ করতে বর্ষা সহ মোট ৯১০ দিন ধার্য করা হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে আরও একটি প্রকল্পের বাস্তবায়ন হবে এই কোম্পানির হাত ধরে। বোয়াইচন্ডী থেকে গুসকরা-কাটোয়া পর্যন্ত ন্যাশেনাল হাইওয়ে ১১৬এ প্রকল্পে চার লেনের অর্থনৈতিক করিডর গড়ে উঠবে। প্রকল্প মূল্য ১৩৯১ কোটি টাকা। প্রকল্প গড়ে উঠবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে। যে কোন রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উপর অনেক সময়ে শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ নির্ভর করে। এই দুই অর্থনৈতিক করিডর পশ্চিমবঙ্গে গড়ে উঠলে অন্যান্য শিল্প মহলকেও রাজ্যে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল।