মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোদীর অভিযোগ, ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে সাধুদের ও সংগঠনগুলিকে গালিগালাজ করছেন। রবিবার লোকসভা ভোটের প্রচারে এসে পুরুলিয়া (Purulia) ও বিষ্ণুপুরের মঞ্চ (Bishnupur) থেকে তৃণমূল(TMC) তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দাগলেন নরেন্দ্র মোদী।
পুরুলিয়া ও বিষ্ণুপুরে নরেন্দ্র মোদী
রবিবার পুরুলিয়ার বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর, মেদিনীপুর অগ্নিমিত্রা পাল এবং বিষ্ণুপুরে সৌমিত্র খাঁয়ের প্রচারে রাজ্যে এসেছেন। প্রথমে পুরুলিয়ায় সভা করার পর বিষ্ণুপুরে সভা করেন প্রধানমন্ত্রী। দুই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধুসন্তদের অপমান করার অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রধানমন্ত্রী দাবি করেছেন, মুসলিম কট্টরপন্থীদের চাপে এবং ভোট পেতে সাধুদের অপমান করা হচ্ছে। ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের মতো সংগঠনগুলিকে বদনাম করা হচ্ছে।
রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রমকে অপমানের অভিযোগ মমতার বিরুদ্ধে
পুরুলিয়ায় নরেন্দ্র মোদী বলেন, “দেশ, দুনিয়ায় ইসকনকে সকলে চেনেন। রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন বিবেকানন্দ। সেবার জন্য ভারত সেবাশ্রমকে সারা দুনিয়া চেনে। এই সংগঠনগুলি ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী সেই ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছেন এঁদের ভক্তেরা। তাঁরা সেবার কাজ করেন। বাংলার সরকার তাঁদের দিকে আঙুল তুলছে। নাম নিয়ে হুমকি দিচ্ছে। এত সাহস! নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে, তোষণ করতে তৃণমূল এত নীচে নেমেছে!”
তাঁর হুঁশিয়ারি, “বাংলার লাখ লাখ মানুষের ভক্তি, ভাবাবেগ নিয়ে এরা ভাবে না। স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে ওরা আর সাধুসন্তদের অপমান করতে না পারে।”
ভোটজিহাদের প্ররোচনার দিচ্ছে তৃণমূল : মোদী
বিষ্ণুপুরে আরও তীব্র ভাষায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন মোদী। তাঁর অভিযোগ, “এখানকার মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধুদের এবং মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন। বদনাম করছেন। হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক ভেবেচিন্তে এই কথা বলানো হয়েছিল। ভোটব্যাঙ্কের জন্য সাধুদের অপমান করা হচ্ছে। মোদীর বিরুদ্ধে ভোটজিহাদের প্ররোচনা দিচ্ছে তৃণমূল।”