Purulia: পুরুলিয়ার দামাল ছেলের কামাল! করুণাময় মাহাতোকে সম্মানিত করবে মোহনবাগান

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: বাংলার গ্রামেগঞ্জে বহু অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে। সরকার এবং ক্রীড়া জগতের উদ্যোগে সেই সমস্ত প্রতিভা স্বীকৃতি পেতে পারে। সুদূর পুরুলিয়ার (Purulia) একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রাজ্য অ্যাথলেটিক্সে দুর্দান্ত রেকর্ড তৈরি করে ফেলেছেন। আর সেই রেকর্ডের কারণেই ২৯ জুলাই মোহনবাগান দিবসে (Mohunbagan Day) তাকে সম্মানিত করতে চলেছে মোহনবাগান ক্লাব (Mohunbagan)। কলকাতা থেকে বহু দূরে পুরুলিয়ার (Purulial মতো রুক্ষ মাটির জেলায় যদিও তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে, সেখানকার একটি ছোট্ট গ্রামের ছেলে করুণাময় মাহাতো স্টেট অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে রাজ্যের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন।

পুরুলিয়ার ছেলে করুণাময় স্টেট অ্যাথলেটিক্স (State Athelatics) এর ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মাত্র ৪৭.৫ সেকেন্ডে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন। এর আগে এই রেকর্ড দখলে ছিল গোলাম কিবরিয়ার। যিনি ৪৮.২ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছিলেন। এবার পুরুলিয়ার ছেলে করুণাময় সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করে ফেলেছেন। GNE Bangla-র প্রতিবেদকের প্রশ্নের জবাবে করুণাময় জানান, কলকাতার সাই কমপ্লেক্সে ২০২৩ এর অগাস্ট মাসে এই ইভেন্টের আয়োজন করা হয়। আর সেই অ্যাথলেটিক্স এর ৪০০ মিটার রান ইভেন্টে অংশ নেন তিনি।

GNE Bangla-র প্রতিবেদকের প্রশ্নের জবাবে করুণাময় আরো জানান, তিনি বর্তমানে কলেজে পড়েন। তার বয়স ২২ বছর। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে থেকেও তিনি নিয়মিত অ্যাথলেটিক্স এর প্রতি আগ্রহী ছিলেন। আর সেই আগ্রহ থেকেই কলকাতার সাই কমপ্লেক্সে (Sai Complex) স্টেট অ্যাথলেটিক্স এর ৪০০ মিটার রান ইভেন্টে যোগদান করে পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন। করুনাময় একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে লড়াই করছেন। তার বাবা বনমালী মাহাতোর স্থানীয় বলরামপুর বাজারে একটি ছোট্ট সবজির দোকান রয়েছে। তারা পুরুলিয়া জেলার বলরামপুর থানার অধীনে ছোট উরমা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ টি টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছে মহিলা টিম ইন্ডিয়া

আগামী ২৯ শে জুলাই মোহনবাগান দিবসে বহু প্রতিভাবান খেলোয়াড় এবং বিশিষ্টদের সম্মানিত করা হবে। সেই অনুষ্ঠানে পুরুলিয়ার ছেলে করুণাময় মাহাতো মোহনবাগান ক্লাব কর্তা এবং বিশিষ্টদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। আর এটা তাকে ভবিষ্যৎ জীবনে অ্যাথলেটিক্স এর দুনিয়ায় আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।