Bankura: ‘এক চড়ে দুটো গাল….’ – বিডিওকেই চড় মারার হুমকি বিধায়কের, কী এমন ঘটল বাঁকুড়ায়

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Bankura: বাঁকুড়ার(Bankura) উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন বিডিও(BDO)। সাধারণ মানুষের সহায়তার দিকে ফিরেও তাকাননি। আর জি কর হত্যাকাণ্ডের দাবিতে, ব্লক অফিস ঘেরাও করতে গিয়ে, বিডিও-র বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক(BJP MLA)। সরাসরি তাঁকে চড় মারার হুমকি দিয়ে বসলেন বাঁকুড়ার(Bankura) বিজেপি বিধায়ক অমরনাথ শাখাঁ(Amarnath Shakha)। তাঁর একটি বিতর্কিত বক্তব্যের পরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল। আর জি কর হত্যাকাণ্ডের ঘেরে বেরিয়ে আসছে একের পর এক অন্যায় অবিচার। প্রতিবাদ জানাতে মুখিয়ে উঠেছে মানুষ। চলছে ঘেরাও। এমনই এক পরিস্থিতিতে এদিন হাজির ছিলেন এই বিজেপি বিধায়কও। সেখানেই এক সাংবাদিক সাক্ষাৎকারে বিধায়কের(MLA) মন্তব্য, আলোড়ন সৃষ্টি করেছে। বিডিও-এর অমানবিক কাজ এবং দুর্নীতির অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছেন শাখাঁ। এরপরেই তিনি, বিধানসভা পদে না থাকলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের (বিডিও) দুই গালে চড় মারার হুমকি দিয়েছিলেন।

শাখাঁর কথায়, ‘বিধায়ক না থাকলে এক চড়ে দুটো গাল নড়িয়ে দিতাম।’ তাঁর মতে, বিডিও বিভিন্ন ধরনের অসদাচরণে লিপ্ত হয়েছেন। নিয়মিত অফিসে তালাবদ্ধ রাখার অভিযোগ করেছেন বিডিও-র বিরুদ্ধে। এর দরুণ স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছে। উপরন্তু, শাখান এও অভিযোগ করেছেন যে BDO ঠিকাদারদের কাছ থেকে ঘুষও দাবি করেন। ঠিকমতো নিজের দায়িত্ব পালন করেন না।

বুধবার, আরজি কর হাসপাতালে ভুক্তভোগীদের সমস্যা তুলে ধরার লক্ষ্যে বিজেপি আয়োজিত একটি বিক্ষোভের এই সমালোচনার সূত্রপাত। বিক্ষোভে সামিল হয়ে বিধায়কের এমন জ্বালাময়ী মন্তব্য স্থানীয় রাজনৈতিক ল্যান্ডস্কেপ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খান সহ তৃণমূল কংগ্রেসের নেতারা শাখাঁর ভাষার নিন্দা করেছেন। তাঁদের দাবি একজন নির্বাচিত কর্মকর্তার এমন অনুপযুক্ত কথা বলা একেবারেই অনুচিত। খান আরও জোর দিয়ে বলে ছিলেন যে একজন বিধায়কের এই জাতীয় বিবৃতি দেওয়া উচিত নয়। তাঁর প্রশ্ন, এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য করেন যে নেতা, তাঁর কাছ থেকে কী ধরনের জনসেবা আশা করা যায়?

আরও পড়ুনঃ ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ, মেদিনীপুর কলেজে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

এদিন রাজনৈতিক ঝামেলা আরও বেড়ে যায় যখন শাখাঁর নেতৃত্বে একটি বিশাল মিছিল ওন্দা বাজার থেকে বিডিও অফিসের দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু অফিসে প্রবেশ ঠেকাতে পুলিশ ব্যারিকেড তৈরি করায় বিক্ষোভ দ্রুত সংঘর্ষে পরিণত হয়। এর ফলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করায়, বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। বিধায়ক শখান রাস্তায় বসে পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে তার প্রতিবাদ প্রদর্শন করেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও, বৈঠকের জন্য BDO অফিসে প্রবেশ করতে সক্ষম হন বিধায়ক শাখাঁ।