Midnapore: পুজো আসন্ন। সেই সময় শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে চতুর্থী থেকেই মেদিনীপুর শহরের (Midnapore) রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। চতুর্থী, ৭ অক্টোবর থেকে দ্বাদশী, ১৪ অক্টোবর পর্যন্ত একাধিক জেলা শহরের রাস্তায় এই নিয়ন্ত্রণ জারি থাকবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) পুলিশ সুপার ধৃতিমান সরকার এই ঘোষণা করেছেন। এইদিন জেলা পুলিশের তরফে মেদিনীপুর শহরের দুর্গাপূজার গাইডম্যাপও প্রকাশ করেন তিনি।
পুজোর চতুর্থী থেকে দ্বাদশী এই ৮ দিন মেদিনীপুর শহরের রাস্তাগুলিতে বিকেল ৩টা থেকে রাত্রি ৩টা অবধি বাস, ট্রাক, টোটো, অটো, চারচাকা, ভারী ও যাত্রীবাহী যানবাহন নিষিদ্ধ। ঐদিনগুলির অবশিষ্ট ১২ ঘন্টা যান চলাচল করতে পারবে। অন্যদিকে একই রকমভাবে খড়গপুর শহরে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অর্থাৎ পঞ্চমী থেকে দ্বাদশী, বিকেল ৪টা থেকে রাত্রি ২টো অবধি যান নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার পুলিশ সুপার ধৃতিমান সরকার এই ঘোষণা করেছেন।
তিনি আরও জানিয়েছেন, পুজোর সময় চিকিৎসার কারণে মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে গ্রিন করিডর বা গ্রিন চ্যানেলের ব্যবস্থা করা হবে। পুলিশের হেল্পলাইন ১১২ নম্বরে অথবা জেলা পুলিশের আধিকারিকদের এই বিষয়ে আগে থেকে অবগত করতে হবে। হেলমেট ছাড়া, মদ্যপান করে বা দুইয়ের বেশি সওয়ারী নিয়ে বাইক চালালে পুলিশ আইনত ব্যবস্থা নেবে। সাইলেন্সর খুলে বা মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালালেও পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন পুলিশ সুপার।