Midnapore: টিকিট কাটতে খুচরোর সমস্যা! কাউন্টারে ট্রেনের টিকিট এবার খুব সহজে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
খুচরোর সমস্যা আর হবে না। মেদিনীপুরে (Midnapore) এবার ট্রেনের টিকিট খুব সহজে! মেদিনীপুর (Midnapore) সহ খড়গপুর ডিভিশনের (Kharagpur Division) একাধিক স্টেশনের টিকিট কাউন্টারে এবার করা যাবে ইউপিআই পেমেন্ট (UPI Payment)। সংরক্ষিত ও অসংরক্ষিত দুই কাউন্টারেই টাকার বদলে মোবাইলের মাধ্যমে কিউআর কোড (OR Code) স্ক্যান করে টিকিটের মূল্য মেটানো যাবে।

ট্রেনের টিকিট কাটতে কাউন্টারে লাইন। আপনার পালা এলে দেখলেন টিকিটের মূল্য ১৫ টাকা। কিন্তু আপনার কাছেও খুচরোর অভাব, কাউন্টারের রেলের কর্মীর কাছেও পাঁচ টাকার খুচরো বাড়ন্ত৷ এমতাবস্থায় লাইনের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় খুচরো পাওয়ার আশায়! সেই অসুবিধা এবার দূর হতে চলেছে। মেদিনীপুর সহ খড়গপুর ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে শুরু হল ডিজিটাল পেমেন্ট। সংরক্ষিত ও অসংরক্ষি, যে কোনও টিকিট কাউন্টারেই কিউআর কোড স্ক্যান করে টিকিটের মূল্য ইউপিআই করা যাবে।

রেলের তরফে জানানো হয়েছে, খড়গপুর, মেদিনীপুর, শালিমার, সাঁতরাগাছি, মেছেদা, বালেশ্বর, ঝাড়গ্রাম, ঘাটশিলা, তমলুক, দীঘা প্রভৃতি গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সমস্ত টিকিট কাউন্টারে চালু হয়েছে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট। সত্ত্বর খড়গপুর ডিভিশনের সব স্টেশনেই কিউআর কোড স্ক্যান ডিভাইসের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট দেওয়া যাবে।

অনেক মানুষজনই বর্তমানে টাকা বদলে ডিজিটাল পেমেন্ট করতে স্বচ্ছন্দবোধ করেন। অনলাইন পেমেন্ট করে টিকিট কাটার জন্য অনেক স্টেশনেই পিওএস মেশিন বসিয়েছে রেল। সেই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুবিধাজনক করে তুলতে নিয়ে আসা হয়েছে কিউআর কোড ডিভাইস। টিকিট কাউন্টারে মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করেই টিকিটের মূল্য দেওয়া যাবে। খড়গপুর ডিভিশনের ৯৪টি স্টেশনের জন্য ইতিমধ্যেই ২১৪টি কিউআর কোড স্ক্যান ডিভাইস দেওয়া হয়েছে। কাউন্টারে খুচরো নিয়ে ঝগড়ার দিন এবার শেষ।