Midnapore Tender Scam: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-সহ (Midnapore Medical College) পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা কর্মী নিয়োগের প্রক্রিয়া বিশবাঁও জলে। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হওয়া মামলায় মেদিনীপুরের (Midnapore) সরকারি হাসপাতালগুলিতে বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগের টেন্ডার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একটি বেসরকারি নিরাপত্তা এজেন্সিকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে সংশ্লিষ্ট মামলায়। আপাতত সেই টেন্ডার স্থগিত করে ঐ নিরাপত্তা সংস্থার কর্মীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতাল গুলিতে বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগের টেন্ডারকে কেন্দ্র করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। নিয়ম অনুযায়ী, দেড় লক্ষ টাকার বেশি মূল্যের টেন্ডারের ক্ষেত্রে ই-টেন্ডার করতে হয়৷ কিন্তু পশ্চিম মেদিনীপুরের হাসপাতালগুলিতে নিরাপত্তা কর্মী নিয়োগের টেন্ডারের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। মামলাকারীর বক্তব্য, টেন্ডার অনুযায়ী মেদিনীপুরের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব পাওয়ার কথা ‘এমএম সিকিউরিটিস’-এর। কিন্তু, তাদের কাজের বরাত দেওয়া হয়নি। গত ২১ অক্টোবর একটি নোটিস জারি করে বাদ দেওয়া হয় ঐ সংস্থাটিকে। অন্যদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৭৪ জন সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য একটি নির্দেশিকা জারি করে এক্স-সার্ভিসম্যান রিসেটেলমেন্ট নামে একটি সংস্থা। মামলার শুনানির পর আপাতত ঐ টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা পাল। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজে কাজে যোগ দিতে আসেন বেশ কয়েকজন কর্মী। কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা কাজে যোগ দিতে না পেরে ফিরে যান।
কলকাতা হাইকোর্ট টেন্ডারের পাশাপাশি গত ২১ অক্টোবর জারি করা নোটিশ স্থগিত করে দিয়েছে। সেই সঙ্গে নোটিশ দেওয়ার কারণ হাইকোর্টকে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। নিরাপত্তা কর্মী নিয়োগের বরাত পাওয়া সংস্থা কোন কোন পদ্ধতিতে এবং কিসের ভিত্তিতে বরাত পেল নির্দেশ দিয়েছে হাইকোর্ট।